আজকে পেটিএম মলে অসাধারন ক্যাশব্যাকের সঙ্গে এই ফোনগুলি পাওয়া যাচ্ছে
আজকের এই তালিকায় পেটিএমমল লেনোভো, হনার ওপ্পোর মতন ফোন কেনা যাবে
পেটিএম মল সব সময়ে বেশ কিছু ভাল প্রোডাক্টের ওপরে ডিস্কাউন্ট দিয়ে থাকে। আর শুধু তাই না তার সঙ্গে তারা জিনিসের ওপরে ক্যাশব্যাকের অফারও দেয়। আর সেই অফার হয়ত আপনারা অন্য কোথাউ নাও পেতে পারেন। আর তাই ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক মিলিয়ে অনেক কম দামে পেটিএম মলে ডিস্কাউন্ট অফারে জিনিস কেনা যায়। আর আজকে তারা এই রকমের অফারের সঙ্গে বেশ কিছু স্মার্টফোন নিয়ে এসেছে। এগুলির মধ্যে লেনোভো, থেকে শুরু করে হনার অনেক ফোনই জায়গা করে নিয়েছে। আসুন তবে এই ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।
SurveyLenovo K8 Note
Lenovo K8 Note মোবাইল ফোনটিতে একটি 3GB র্যাম আর 32Gb স্টোরেজ অপশান পাবেন। আর এই ফোনে পেটিএম বেশ ভাল অফার দিচ্ছে। এই ফোনটি 8,679 টাকা দাম হলেও এটি GET 18 প্রোমো কোডের সঙ্গে 1562 টাকার ক্যাশব্যাকে পাওয়া যাচ্ছে আর এর দাম এর পরে কমে 7117 টাকা হয়ে যাবে। এখান থেকে কিনুন।
Honor 9i
Honor 9i স্মার্টফোনটির দাম 14,990 টাকা আর এই ফোনটিতে আজকে MOB15 প্রোমোকোডের মাধ্যমে কিনলে আপনারা 2249 টাকার ক্যাশব্যাক পাবেন আর এর সঙ্গে এই ফোনটি এর পরে 12,741 টাকায় কেনা যাবে। আর এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 9 Lite
Honor য়ের এই দ্বিতীয় ফোনটি Honor 9 Lite এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। আর এই ফোনটির দাম 12,590 টাকা তবে এটি 1889 টাকার ক্যাশব্যাক MOB15 প্রোমোকোড ব্যাবহার করলে পাওয়া যাবে। আর এই ফোনটি এর পরে 10,701 টাকায় কেনা যাবে। আর এই ফোনটিতে 3GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Nokia 6.1
এই নোকিয়ায় ফোনটির দাম পেটিএমমলে 16,999টাকা বলা হয়েছে আর এর সঙ্গে এই ফোনটিতে GET18 প্রোমো কোড ব্যাবহার করলে 3060 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ফোনটির র্যাম 3Gb আর এর স্টোরেজ 32GB. এখান থেকে কিনুন।
Oppo F7
Oppo F7 ফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির দামের ওপরে পেটিএমমলে 3299 টাকার ক্যাশব্যাক MOB15 প্রোমোকোড ব্যাবহার করলে পাওয়া যাবে। আর এই ফোনটি এর পরে 22,990 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।