OPPO RENO অ্যান্ড্রয়েড 10 য়ের বিটা আপডেট আর কালার OS 6 য়ের আপডেট পেয়েছে

OPPO RENO অ্যান্ড্রয়েড 10 য়ের বিটা আপডেট আর কালার OS 6 য়ের আপডেট পেয়েছে
HIGHLIGHTS

ওপ্পো রেনো মোবাইল ফোন এই আপডেট অক্টোবরে পাচ্ছে

আর ভাল এই যে এই আপডেট ফোনে তাড়াতাড়ি আসবে

ওপ্পোরেনো ফোনে অ্যান্ড্রয়েড 10 বিটা আপডেট দেওয়া হচ্ছে

সবে গত মাসেই গুগল অ্যান্ড্রয়েড 10 আপডেট পিক্সাল ফোনে এনেছিল আর এবার বলা হচ্ছে যে ওয়ানপ্লাস আর শাওমির ফোনে এই আপডেট আসবে/ আর এর মধ্যে কিছু ফোনে এই আপডেট আসা শুরু করবে। আর ওপ্পোর সম্প্রতি লঞ্চ হওয়া ফোন রেনোতে এই আপডেট আসবে। আর আসুন এবার এই আপডেটের বিষয়টি দেখে নেওয়া যাক।

Oppo Reno 10X Zoom য়ের স্পেসিফিকেশান

এই Oppo Reno 10X Zoom ফোনটিতে আপনারা 6.6 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন যা HDR 10+ কন্টেট সাপর্ট করে। আর এই ফোনে আছে ফন্টে কর্নিং গ্লাস 6 য়ের প্রোটেকশান। ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট পাবেন আর এই ফোনে আছে 6GB/128GB আর 8GB/256GB র ভেরিয়েন্ট।

আমরা যদি এই ফোনটির ক্যামেরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যার মেন ক্যামেরা 48MPর আর এটি IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা বাকি ক্যামেরা 8 আর 13MP র ক্যামের পাবেন। আর ফোনের ফ্রন্টে শার্ক ফিন ক্যামেরা আছে যা 16MP র ক্যামেরা অফার করে।

এই ফোনে আছে 4065mAh য়ের ব্যাটারি আর এটি VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনে আছে OS 6.0।

Oppo Reno র স্পেসিফিকেশান

এই ফোনে আছে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে আর এই ফোনে কোন নচ নেই। ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 710 SoC আর ফোনে আপনারা 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ পাবেন।

এই ফোনের মেন ক্যামেরা 48MP আর দ্বিতীয় ক্যামেরা 5MP র ফোনে আছে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে আপনারা 3765mAh য়ের বায়তারি পাবেন এটিও VOCC 3,0 ফাস্ট চার্জ সাপোর্ট করে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo