Oppo Reno কালার আর স্টোরেজ ভেরিয়ন্ট জানা গেছে

HIGHLIGHTS

Oppo Reno সিরিজকে কোম্পানি 10 এপ্রিল আনতে পারে আর OPPO Reno ডিভাসিএর কালার আর স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোরে দেখা গেছে

Oppo Reno কালার আর স্টোরেজ ভেরিয়ন্ট জানা গেছে

OPPO Reno তে স্ন্যাপড্র্যাগন 710 এডিশান কোম্পানি তাদের অফিসিয়াল অনলাইন স্টোরেজ রিজার্ভেশানের জন্য নিয়ে আসে। OPPOShop.cn তে ফোনের বেশ কিছু ভেরিয়েন্ট দেখা গেছে। লিস্টিংয়ে Oppo Reno Snapdragon 710  মডেল আলাদা আলাদা কালার অপশানে দেখা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

চিনে OPPO Reno স্মার্টফোনের তিনটি ভেরিয়েন্ট দেখা গেছে, ডিভাইসে একটি ভেরিয়েন্টে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে, অন্য ভেরিয়েন্টে 6GB র‍্যাম আর 256GB স্টোরেজ আর তৃতীয় ভেরিয়েন্টে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ভেরিয়েন্টটি কোম্পানির বেশ কিছু কালার ভেরিয়েন্টে এসেছে।

নেবুলা পার্পাল কালার ভেরিয়েন্ট শুধু 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে। আর সেখানে এই ফোনের পিক মডেলটি শুধু 6GB র‍্যাম আর 256GB স্টোরেজ আসবে। আর এই ফোনের এক্সট্রিম নাইট ব্ল্যাক ভেরিয়েন্তে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 6GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। আর এই ফোনে গ্রিন কালার 6GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Oppo Reno ফোনের স্পেস্ফিকেশান

OPPO Reno Snapdragon 71 য়ের প্রথম ফুল স্পেস্ফিকেশানের সঙ্গে TENAA তে দেখতে পারবেন। আর এই ফোনের মেজারমেন্ট 156.6 x 74.3 x 9mm আর এই ফোনের ওজন 185 গ্রাম হতে পারে। ফোনটি 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত হতে পারে আর এই ফোনে HD+ রেজিলিউশান থাকতে পারে। আর এই ফোনে নচ ডিসপ্লে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত হতে পারে।

স্মার্টফোনটিতে 3,680mAh য়ের ব্যাটারি থাকতে পারে আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনে একটি 2.2GHz স্ন্যাপড্র্যাগন 710 মোবাইল প্ল্যাটফর্ম জুক যা  ColorOS 6.0 য়ে কাজ করবে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর হবে। আর ফোনটি মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হবেনা।

ফোনে একটি পপ আপ সেলফি ক্যামেরা থাকবে যা 16MP র হবে আর এই ফোনে LED ফ্ল্যাশ থাকবে। আর এই ফোনে রেয়ার ক্যামেরার একটি IMX586 48 মেগাপিক্সালের আর অন্যটি 5 মেগাপিক্সালের সেন্সার থাকবে। এই ফোনে 3.5mm ওডিও জ্যাক থাকতে পারে।

চিনের স্মার্টফোন কোম্পানি Reno সিরিজে 10 এপ্রিল আনতে পারে আর এই ফোনের মডেলে স্ন্যাপড্র্যাগন 855 থাকবে আর এর মধ্যে একটি ডিভাইস 5G রেডি ডিভাইস হবে আর অন্যটি 4G LTE যুক্ত হবে।

ভায়াঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo