10 অক্টোবর 65W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসছে ওপ্পো রেনো ACE

10 অক্টোবর 65W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসছে ওপ্পো রেনো ACE
HIGHLIGHTS

Oppo Reno Ace 10 অক্টোবর লঞ্চ করা হবে

ফোনে থাকবে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট

সম্প্রতি চিনে একটি ইভেন্টের সময়ে ওপ্পো তাদের রেন Ace সিরিজ টিজ করেছিল। আর এবার অক্টোবরে এই ফোনটি লঞ্চ করার কথা। আর সম্প্রতি একটি অফিসিয়াল ওয়েবো পোস্টে এই ফোনের লঞ্চ বিষয়ে জানা গেছে। আর Oppo Reno Ace ফোনটি 10 অক্টোবর লঞ্চ করা হতে পারে।

প্রোমো টিজারে ‘65w’ থেকে মনে করা হচ্ছে যে এই ফোনে 65W চার্জিং থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনের স্পিড বোঝানোর জন্য চিনা ভাষায় টেক্সট দেওয়া হয়েছে। আর এখানে এই পোস্টে 65W S uper Flash Chargerয়ের সংকেত দেওয়া হয়েছে। আর এই চার্জিংয়ের নাম কি হবে তা জানা জায়নি, Oppo SuperVOOC হিসাবে এটি আসতে পারে বা এটি  SuperVOOC নামে Oppo R17 Pro ফোনের মতন 50W ফাস্ট চারজ্র হিসাবে আসতে পারে।

Oppo Reno Ace ফোনে আপনারা 90Hz রিফ্রেশ রেট পাবেন যা এর আগে Reno 2 ফোন চিনের ইভেন্টে দেখা গেছিল। ফোনে স্ন্যাপড্র্যাগন 855 য়ের প্লাস ভার্সান চিপসেট থাকতে পারে। স্ন্যাপড্র্যাগন 855 য়ের ব্যাবহার কোম্পানি Reno 10x Zoom এডিশানে করেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo