Oppo Reno 6Z লঞ্চ, 32MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর রয়েছে ফোনে

Oppo Reno 6Z লঞ্চ, 32MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর রয়েছে ফোনে
HIGHLIGHTS

Oppo Reno 6 Z ফোনে MediaTek Dimensity 800U প্রসেসর রয়েছে

Oppo Reno 6 Z ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজর সহ সিঙ্গেল ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে

Oppo Reno 6 Z ফোনটি থাইল্যান্ডে 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজর সহ সিঙ্গেল ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে

জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Oppo সম্প্রতি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Oppo Reno 6 Series-এ একটি নতুন স্মার্টফোন Oppo Reno 6 Z লঞ্চ করেছে, যা দেখতেও ভাল এবং ফিচার্সও দুর্দান্ত। গত কয়েক দিন ধরেই এই ফোন খরবে ছিল। ওপ্পো তার এই স্মার্টফোন গোপনে থাইল্যান্ডে রেনো 6 জেড স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। ওপ্পো রেনো 6 সিরিজের এই সস্তা ফোনটি শীঘ্রই ভারতে চালু করা হবে।

দাম এবং স্পেসিফিকেশন

Oppo Reno 6 Z ফোনটি থাইল্যান্ডে 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজর সহ সিঙ্গেল ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে, যার দাম 30,745 টাকা রাখা হয়েছে। ভারতেও এই ফোন 30 হাজার টাকারও কম প্রাইস রেঞ্জে লঞ্চ করা যেতে পারে।

অরোরা এবং স্টেলার ব্ল্যাক কালারে লঞ্চ করা ওপ্পো রেনো 6 জেড এর ফিচার্স সম্পর্কে বলল এই ফোনে 6.4 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন FHD+  এবং ডিসপ্লে রিফ্রেশ রেট 60 হার্জ। অ্যান্ড্রয়েড 11 ওএস ভিত্তিক ColorOS 11.1 সহ আসা এই ফোনে ওপ্পো MediaTek Dimensity 800U প্রসেসর দিয়েছে।

6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ ওপ্পো রেনো 6 জেড ফোনে 4,310mAh ব্যাটারি সাপোর্ট করে, যা VOOC 4.0 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের ক্যামেরার কথা বললে এতে সেলফি তোলার জন্য 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাশাপাশি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা, যার প্রাইমারি লেন্স 64-মেগাপিক্সেলের। এই ফোনে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই ফোনটির সাহায্যে আপনি 30fps এ 4K ভিডিও এবং 120fps এ 1080p স্লো মোশন ভিডিও চালাতে পারবেন। ওপ্পো রেনো 6 জেড-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরও অনেক ফিচার রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo