12GB RAM সহ Oppo Reno 6 Pro 5G এবং Reno 6 ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার্স

12GB RAM সহ Oppo Reno 6 Pro 5G এবং Reno 6 ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার্স
HIGHLIGHTS

Oppo Reno 6 5G এবং Oppo Reno 6 Pro 5G ভারতে 5G কানেক্টিভিটির সাথে ভারতে লঞ্চ করা হয়েছে

Oppo Reno 6 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 29,990 টাকা

Oppo Reno 6 Pro 5G ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 39,990 টাকা

Oppo India ভারতে তার Oppo Reno 6 সিরিজের দুটি 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। Oppo Reno 6 5G এবং Oppo Reno 6 Pro 5G ভারতে 5G কানেক্টিভিটির সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। বলে দি যে ওপ্পো রেনো সিরিজে এই বছর মে মাসে চিনের বাজারে তিনটে মডেল Oppo Reno 6 5G, Oppo Reno 6 Pro 5G এবং Oppo Reno 6 Pro+ 5G লঞ্চ হয়েছিল তবে ভারতে এই সিরিজে শুধু দুটি মডেলই আনা হয়েছে।

Oppo Reno 6 5G, Oppo Reno 6 Pro 5G-র দাম

Oppo Reno 6 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 29,990 টাকা রাখা হয়েছে এবং এই ফোনের বিক্রি 29 জুলাই থেকে করা হবে। পাশাপাশিই Oppo Reno 6 Pro 5G ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের বিক্রি 20 জুলাই থেকে হবে, যার দাম 39,990 টাকা। দুটি ফোনের বিক্রি অরোরা এবং স্টেলার ব্ল্যাকে রঙে করা হবে। ফোনের বিক্রি ফ্লিপকার্ট, ক্রোমা, ওপ্পো স্টোর এবং অফলাই স্টোর থেকে হবে। HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 4,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ফোন দুটি ছাড়াও সংস্থা একটি Oppo Enco X ওয়্যারলেস ইয়ারবড ব্লু কালার ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে যার বিক্রি ডিসকাউন্টের সাথে 8,990 টাকায় করা হবে।

Oppo Reno 6 5G এর স্পেসিফিকেশন

Oppo Reno 6 5G ফোনে একটি 6.43-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ফোনে Mediatek Dimensity 900 প্রসেসর, 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 11.3 রয়েছে।

ক্যামেরার কথা বললে, ওপ্পো-র এই ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য, ফোনে 5G, ওয়াই-ফাই 6, ব্লুটুথ v5.2, GPS এবং USB টাইপ-সি পোর্ট রয়েছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে একটি 4300mAh ব্যাটারি দেওয়া যা 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের ওজন 182 গ্রাম।

Oppo Reno 6 Pro 5G এর স্পেসিফিকেশন

Oppo Reno 6 5G ফোনে 6.55-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং স্যাম্পলিং টাচ 180Hz রয়েছে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসর, 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকছে। ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 11.3 রয়েছে।

ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্স 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং চতুর্থ লেন্সটি 2 মেগাপিক্সেল মনো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য, ফোনে 5G, Wi-Fi 6, ব্লুটুথ v5.2, GPS এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া। এছাড়াও ফোনে একটি 4500mAh ব্যাটারি রয়েছে যা 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের ওজন 177 গ্রাম।

Digit.in
Logo
Digit.in
Logo