Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: দাম এবং ফিচারের ক্ষেত্রে কে দেবে বাজি মাত, জেনে নিন এখানে

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: দাম এবং ফিচারের ক্ষেত্রে কে দেবে বাজি মাত, জেনে নিন এখানে
HIGHLIGHTS

Oppo Reno 5 Pro 5G ফোনের দাম এবং ফিচারের ভিত্তিতে Xiaomi Mi 10T এর সাথে প্রতিযোগিতা হবে

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দামের মধ্যে প্রায় 2 হাজার টাকার পার্থক্য রয়েছে

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: চিনের স্মার্টফোন নির্মাতা সংস্থা Oppo সম্প্রতি তার একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছিল, যার নাম Oppo Reno 5 Pro 5G। এই ফোন 35,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। এই ফোনে কয়েকটি বিশেষ ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর এবং অ্যান্ড্রয়েড 11 সফ্টওয়্যার। ভারতীয় বাজারে এই ফোনের দাম এবং ফিচারের ভিত্তিতে Xiaomi Mi 10T এর সাথে প্রতিযোগিতা হবে। এই ক্ষেত্রে, কোন সেগমেন্টে কে ভাল সেই সম্পর্কে আপনাদের জানাবো। তবে আসুন জেনে নেওয়া যাক Oppo Reno 5 Pro 5G এবং Xiaomi Mi 10T -র তুলনা।

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: দাম

Oppo Reno 5 Pro 5G-র 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 35,990 টাকা। তবে Xiaomi Mi 10T-এর দুটি ভ্যারিয়্যান্টে চালু করা হয়েছে। ফোনের 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 35,999 টাকায় কেনা যাবে। ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে। দুটি ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দামের মধ্যে প্রায় 2 হাজার টাকার পার্থক্য রয়েছে।

oppo reno5 pro 5G

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: ডিসপ্লে

Oppo Reno 5 Pro 5G ফোনে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। পিক্সেল রেজোলিউশন 2400×1800। একই সাথে, Xiaomi Mi 10T ফোনে 6.67 ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর পিক্সেল রেজোলিউশন 2400×1800।

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: প্রসেসর এবং ভ্যারিয়্যান্ট

Oppo Reno 5 Pro 5G স্মার্টফোনে 5G সপোর্ট এর সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+ প্রসেসরের সাথে চালু করা হয়েছে। এই ফোন মাত্র একটি ভ্যারিয়্যান্টে চালু করা হয়েছে, যা 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ আসে। তবে, Xiaomi Mi 10T ফোনে 5G সপোর্টের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসের দেওয়া হয়েছে। এই ফোন 6 জিবি এবং 8 জিবি র‌্যামের সাথে চালু করা হয়েছে। পাশাপাশি 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: ক্যামেরা

Oppo Reno 5 Pro 5G ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাইমারী সেন্সরটি 64 মেগাপিক্সেল। দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল। তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেল এবং চতুর্থ সেন্সরটি 2 মেগাপিক্সেল। ফোনে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সরও রয়েছে।

opporeno5pro-vs-mi10t

এর পাশাপাশি Xiaomi Mi 10T ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। এর প্রাথমিক সেন্সরটি 64 মেগাপিক্সেল দ্বিতীয় 13 মেগাপিক্সেল এবং তৃতীয় 5 মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য ফোনে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সরও রয়েছে।

Oppo Reno 5 Pro 5G vs Xiaomi Mi 10T: ব্যাটারি এবং সফটওয়্যার

Oppo Reno 5 Pro 5G ফোনে 4350mAh ব্যাটারি রয়েছে যা 65W SuperVOOC চার্জ অফার করে। এর পাশাপাশি Xiaomi Mi 10T তে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে। Oppo Reno 5 Pro 5G স্মার্টফোনে ColorOS 11.1 এর ভিত্তিতে Android 11-এ কাজ করে। তবে Mi 10T MIUI 12 এর ভিত্তিতে Android 10 এর সাথে কাজ করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo