HIGHLIGHTS
Oppo Reno 2Z ফোনে কোয়াড ক্যামেরা আছে
Oppo Reno 2Z ফোনটির দাম 29,990 টাকা
এই ফোনে 8GB র্যাম দেওয়া হয়েছে
ভারতে এর মধ্যেই ওপ্পোতাদের Oppo Reno 2 সিরিজ লঞ্চ করেছে। আর এই সিরিজে কোম্পানি তিনটি ফোন লঞ্চ করেছিল। আর এর মধ্যে আজকে Oppo Reno 2Z ফোনটি প্রথমবার কেনা যাবে। এই ফোনটি আপনারা আজকে আপনারা ভারতে ইকমার্সওয়েবসাইট অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
Surveyএই ফোনটি ভারতে 29,990 টাকায় কিনতে পারবেন। এই ফোনটি আপনারা flipkart আর Amazon থেকে কিনতে পারবেন। আর এই ফোনটিতে আছে 8GB র্যাম আর 256GB র স্টোরেজ।
আপনারা এই ওপ্পোর ফোনটিতে একটি শার্ক ফিন ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ আছে। আর এই Oppo Reno 2Z ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা। রেয়ার কোয়াড ক্যামেরা সেটআপে 48MP+8MP+2MP+2MP র ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে শার্ক ফিনে আপনারা 16MP র ক্যামেরা পাবেন।
ফোনে আছে মিডিয়াটেক হেলিও P90 আর এই ফোনটি আল্ট্রা ডার্ক মোড আর আল্ট্রা স্টেডি ভিডিও সাপোর্ট যুক্ত। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।