Oppo Reno 14 এবং Reno 14 Pro ভারতে এই দিন হবে লঞ্চ, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

HIGHLIGHTS

ওপ্পো আগামী মাসে 3 জুলাই নতুন Reno 14 Series লঞ্চ করবে

এই সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Oppo Reno 14 এবং Oppo Reno 14 Pro আনা হবে

রেনো 14 এবং রেনো ১৪ প্রো দুটিতেই একই 50 মেগাপিক্সেল Samsung JN5 সেন্সর দেখা যেতে পারে

Oppo Reno 14 এবং Reno 14 Pro ভারতে এই দিন হবে লঞ্চ, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ওপ্পো আগামী মাসে নতুন Reno 14 Series লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ওপ্পো রেনো 14 সিরিজের লঞ্চ তারিখও নিশ্চিত করে দিয়েছে। কোম্পানি এই সিরিজ 3 জুলাই লঞ্চ করবে। এই সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Oppo Reno 14 এবং Oppo Reno 14 Pro আনা হবে। কোম্পানির দুটি স্মার্টফোনই ক্যামেরা সেন্ট্রিক হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি জানিয়েছে যে আপকামিং ওপ্পো রেনো 14 সিরিজ ফোনে কোনো কিছু কম না করে 3.5x অপটিকাল জুম পাওয়া যাবে। সাথে 120x ডিজিটাল জুম অফার করবে, যা এই সেগামেন্টে প্রথমবার আসবে। আসুন জেনে নেওয়া যাক দুটি ওপ্পো স্মার্টফোনে কী বিশেষ থাকবে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G স্মার্টফোন আজ প্রথম সেল, দাম 11 হাজারের কম

Oppo Reno 14 Series স্মার্টফোন হবে ক্যামেরা সেন্ট্রিক

Oppo Reno 14 series India launch

রেনো সিরিজের ফোন একটি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হবে। এতে দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। রিপোর্ট জানিয়েছে যে রেনো 14 এবং রেনো ১৪ প্রো দুটিতেই একই 50 মেগাপিক্সেল Samsung JN5 সেন্সর দেখা যেতে পারে।

এতে 3.5x টেলিফটো লেন্স হবে। কোম্পানি রেনো ১৪ এবং রেনো ১৪ প্রো ফোনে একই সেলফি সেন্সর পাওয়া যাবে যা অটো ফোকস লেন্স সহ 50 মেগাপিক্সেলের JN5 সেন্সর হবে। এছাড়া এটি OIS সাপোর্ট করবে।

ওপ্পো রেনো 14 সিরিজের বিশেষ ফিচার কী থাকবে

পারফরম্যান্সের জন্য দিতে রেনো ১৪ প্রো -তে মিডিয়াটেক 8450 প্রসেসর এবং 80W ওয়্যারড এবং 50 ওয়্যারলেস চার্জিং সহ 6200mAh ব্যাটারি হবে। বলে দি যে ওপ্পো রেনো ১৪ এবং রেনো ১৪ প্রো দুটি সম্প্রতি লঞ্চ হয়েছে।

গ্লোবাল ভার্সনে রেনো ১৪ ফোনে 120Hz রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লেস অফার করবে। তবে রেনো ১৪ প্রো তে থাকবে বড় 6.83-ইঞ্চির স্ক্রিন, যা 120Hz AMOLED ডিসপ্লে অফার করে।

আরও পড়ুন: লঞ্চের আগে Nothing Phone 3 এর ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন জানুন কেমন হবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo