10GB র‍্যামের সঙ্গে লঞ্চ হতে পারে Oppo R17

HIGHLIGHTS

চিনের একজন লিকস্টার ওয়েবোতে এই বিষয়ে জানিয়েছেন

10GB র‍্যামের সঙ্গে লঞ্চ হতে পারে Oppo R17

Oppo R15 আর R15 Pro স্মার্টফোন দুটি কোম্পানির মিড রেঞ্জ স্মার্টফোন যা মার্চে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। আর কোম্পানি একটি নতুন ডিভাইসে কাজ করছে যা তাদের দুটি স্মার্টফোনের মধ্যে যে কোন একটি হতে পারে। আর বলা হচ্ছে যে এই ডিভাইসটি Oppo R17 নামে আসতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই বিষয়ে খবরটি চিনের লিকস্টার ওয়েবোতে করেছেন। আর ওপ্পোর স্পনসার্ড মিডিয়া ইভেন্টে নেওয়া এই ছবিটি এখানে দেখা যেতে পারে যেখানে কোম্পানি R17 নামে টিজ করেছে। তবে এই লিকস্টারের খবরটি দেখলে দেখা যাবে যে এই হ্যান্ডসেটে 10GB র‍্যাম থাকবে।

তবে এখনই এই খবরটিকে সম্পূর্ণ ভাবে সঠিক বলে মানা যায়না, কিন্তু নামের বিষয়ে যদি দেখি তবে দেখা যাবে যে এর বিষয়ে বেশিরভাগ জিনিসই সামনে এসে গেছে। আর আগের রিপোর্ট যদি সঠিক হয় তবে R17 প্রথম এম ন ফোন হবে যা এত বেশি র‍্যামের সঙ্গে আসবে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo