7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro ভারতে লঞ্চ, জানুন দাম কত

7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro ভারতে লঞ্চ, জানুন দাম কত

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro দুটি ফোন ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে। ওপ্পো কে১৩ টার্বো সিরিজের দুটি ফোনই 7000mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং অফার করে। নতুন ওপ্পো ফোনে কোম্পানি 7000 sq mm VC কুলিং ইউনিট দিয়েছে। এছাড়া দুটি স্মার্টফোনই ইনবিল্ট ফ্যান এবং এয়ার কুলিংয়ের জন্য এয়ার ডাক্টস দেওয়া। বলে দি যে ভারতের আগে দুটি জুলাই মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে১৩ টার্বো এবং কে১৩ টার্বো প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Oppo K13 Turbo, Oppo K13 Turbo Pro ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, ওপ্পো কে১৩ টার্বো ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা। এটি 18 অগাস্ট থেকে First Purple, Knight White এবং Midnight Maverick কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: Vivo T4R 5G vs Samsung Galaxy F36 5G vs Moto G96 5G: 20 হাজার টাকা দামে কোন স্মার্টফোন হবে সেরা চয়েজ, দেখে নিন তুলনা

Oppo K13 Turbo Price in india

পাশাপাশি, ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনটি 37,999 টাকায় 8GB+256GB মডেল সহ আসে। এছাড়া 12GB+256GB মডেলটি 39,999 টাকা দামে কেনা যাবে। নতুন ফোনটি 15 অগাস্ট থেকে Midnight Maverick, Purple Phantom এবং Silver Knight কালার অপশনে বিক্রি হবে।

ওপ্পো কে১৩ টার্বো প্রো এবং ওপ্পো কে১৩ টার্বো ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো দুটি ফোনে 6.80-ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 1280×2800 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পর্যন্ত গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে। কে১৩ টার্বো প্রো ফোনটি কোয়ালকম Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া। এই দুটি স্মার্টফোন Android 15 ভিত্তিক ColorOS 15 এ কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে কে১৩ টার্বো সিরিজের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। দুটি ফোনে পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি দেওয়া যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 6 মাস পর্যন্ত মাসে মাসে রিচার্জ থেকে মুক্তি, Jio দিচ্ছে প্রতিদিন 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সহ OTT সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo