Oppo K1 য়ের সঙ্গে Moto G7 Power স্মার্টফোনের তুলনা

Oppo K1 য়ের সঙ্গে Moto G7 Power স্মার্টফোনের তুলনা
HIGHLIGHTS

আজকে আমরা Oppo K1 আর Moto G7 ফোনের তুলনা করে দেখব আর এই তুলনা এই দুই ফোনের স্পেক্স ,ফিচার আর দামের ভিত্তিতে করা হয়েছে

সম্প্রতি মোটো তাঁদের G সিরিজের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে আর এই ফোনগুলি হল- Moto G7,Moto G7 Power, Moto G7 Plus আর Moto G7 Play। আর এই সব ডিভাইসের মধ্যে ভারতে একটি ফোনও এখনও পর্যন্ত আসেনি। আর এর সঙ্গে ভারতে সবে লঞ্চ হওয়া Oppo K1 ফোনটি 20,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আর আজকে এই ফোনের সঙ্গে আমরা মোটোর নতুন ফোনের তুলনা করে দেখব।
 

ডিসপ্লে দিয়ে এই আলোচনা শুরু করলে প্রথমে Oppo K1 ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাচ্ছেন আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এর সঙ্গে এই ফোনে একটি ছোট্ট ডিউ ড্রপ নচ দিয়েছে। আর অন্য দিকে Moto G7 Power ফোনটি একটি বড় 6.2 ইঞ্চির স্ক্রিন যুক্ত আর এই ফোনের রেজিলিউশান 1570×720 পিক্সাল।

এবার যদি আমরা প্রসেসারের কথা বলি তবে Motorola র Moto G7সিরিজের ফোন Moto G7 Power ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 আছে, যা 1.8GHzয়ের। আর এর সঙ্গে অন্য দিকে Oppo K1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের থেকে বেশি ভাল। আর এই দুটি ফোনেই 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে।

আর এবার যদি আমরা ক্যামেরার কথা বলি তবে মোটোরোলার ফোনে আপনারা একটি 13MP র সিঙ্গেল রেয়ার ক্যামেরা পাবেন আর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর যখন অন্যান্য ফোন ডুয়াল রেয়ার ক্যামেরা নিয়ে আসছে সেখানে মোটো একটি সিঙ্গেল ক্যামেরার ফোন নিয়ে আসাটা একটু অবাক করার মতন ব্যাপার। আর অন্য দিকে Oppo K1 ফোনে আপনারা 25MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ডুয়াল 16MP+2MP র ক্যামেরা পাচ্ছেন।

আর Oppo K1 ফোনটি ভারতে 16,990 টাকায় লঞ্চ হয়েছে আর সেখানে Moto G7 Power ফোনটি র ভারতীয় দাম 13,990 টাকা হতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo