Oppo Find X9 Series এর ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত, 200MP ক্যামেরা এবং 7500mAh ব্যাটারি সহ থাকবে আর কোন ফিচার

HIGHLIGHTS

Oppo Find X9 এবং Oppo Find X9 Pro শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে

Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনে 200MP ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার পাওয়া যাবে

ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো তে 7500mAh ব্যাটারি এবং ফাইন্ড এক্স9 ফোনে 7025mAh এর ব্যাটারি পাওয়া যাবে

Oppo Find X9 Series এর ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত, 200MP ক্যামেরা এবং 7500mAh ব্যাটারি সহ থাকবে আর কোন ফিচার

Oppo Find X9 এবং Oppo Find X9 Pro শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ওপ্পো এর এই দুটি ফোন চীনে আগেই লঞ্চ করা হয়েছে। এগুলিতে 200MP ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। কোম্পানি তার আপকামিং ওপ্পো ফাইন্ড এক্স9 এবং ফাইন্ড এক্স9 প্রো ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই দুটি ফোন গত বছর লঞ্চ হওয়া ওপ্পো ফাইন্ড এক্স8 এবং ফাইন্ড এক্স8 প্রো ফোনের আপগ্রেডেড হবে। এই বছর, কোম্পানি ফোনের ক্যামেরা এবং হার্ডওয়্যারে উল্লেখযোগ্য আপগ্রেড করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে কবে লঞ্চ হবে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro

ওপ্পো তার অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। ওপ্পো এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি 18 নভেম্বর দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে। নতুন সিরিজের ফোনে একটি Hasselblad-ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কয়েকটি প্রিমিয়াম AI ফিচারও থাকবে। কোম্পানি তার পোস্টে ফোনের ফিচারও প্রকাশ করেছে। সিরিজে কোম্পানির লেটেস্ট ColorOS 16 অপারেটিং সিস্টেম থাকবে।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vodafone Idea Recharge plan: কোন কোম্পানি দিচ্ছে 2 জিবি ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো এবং ফাইন্ড এক্স9 ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, চীনে লঞ্চ হওয়া ফাইন্ড এক্স9 প্রো ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে, ফাইন্ড এক্স9 ফোনে রয়েছে 6.59-ইঞ্চি 1.5K ডিসপ্লে। দুটি ফোনই 1,800 নিট পর্যন্ত ব্রাইটনেস দেওয়া। ফোনের ডিসপ্লেতে ProXDR, HDR, HDR10+ এবং Dolby Visionও রয়েছে। দুটি ফোনেই একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে।

আপকামিং দুটি প্রিমিয়াম ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেট সহ আসে। এতে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দেওয়া। এই দুটি ফোন Android 16 এর উপর ভিত্তিক ColorOS 16 তে কাজ করে। এছাড়া ফোনে AI ভিত্তিক প্রোডাক্টিভিটি এবং ইমেজিং টুলস দেওয়া। এই দুটি ফোনে থাকছে রিয়ারে তিনটি ক্যামেরা সেন্সর।

ফাইন্ড এক্স9 ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাশাপাশি, ফাইন্ড এক্স9 প্রো ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকবে। সাথে ফোনে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো তে 7500mAh ব্যাটারি দেওয়া। এছাড়া ফাইন্ড এক্স9 ফোনে 7025mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এই দুটি ফোন 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ আসে। এছাড়া ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। কোম্পানি এখনও ফোন দুটির দাম প্রকাশ করেনি।

আরও পড়ুন: 26 হাজার টাকা সস্তা হল Samsung 5G স্মার্টফোন, দুর্ধর্ষ ক্যামেরা সহ রয়েছে প্রিমিয়াম ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo