HIGHLIGHTS
Oppo A1K মোবাইল ফোনটি লঞ্চ করা হয়েছে
এই ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির ওয়াটারড্রপ নচ যুক্ত ডিসপ্লে পাবেন
এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে
Oppo তাদের নতুন ফোন Oppo A1K ফোনটি লঞ্চ করেছে, আর এই ফোনটি বাজেট সেকশানে লঞ্চ করা হয়েছে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ অয়াবেন। আর এটি 87.43% স্ক্রিন টু বডি রেশিও যুক্ত।
Surveyআর এছাড়া এই ফোনে আপনারা মিডিয়াটেক Helio P22 প্রসেসার পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড পাই আছে। আর সঙ্গে ফোনে কালার OS 6.0 আছে। আর এই ফোনে ক্যামেরার বিষয়ে যদি বলি তবে এতে আপনারা একটি 8MP র রেয়ার ক্যামেরা পাবেন আর সঙ্গে ফোনের ফ্রন্টে একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
আর এই ফোনে আপনারা ডেডিকেটেড ডুয়াল সিম পাবেন আর ফোনে একটি মাইক্রো এসডি কার্ড স্লট আছে। আর এর সঙ্গে আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
ফোনে আপনারা একটি 2GB র্যাম আর 32GB স্টোরেজ পাবেন আর এই ফোনে স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনের দাম 9,990 রুবেল আর মানে প্রায় 10,990 টাকা। আর এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে হয় আর সেক্ষেত্রে এই ফোনের দাম 9,990 টাকা হতে পারে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।