লঞ্চের আগেই ফাঁস OnePlus RT ফোনের দাম, জানুন কত হবে দাম ভারতে

লঞ্চের আগেই ফাঁস OnePlus RT ফোনের দাম, জানুন কত হবে দাম ভারতে
HIGHLIGHTS

OnePlus RT ভারতে লঞ্চ করতে পারে 16 ডিসেম্বর

এই স্মার্টফোন লঞ্চ হতে পারে দুটি স্টোরেজ অপশনে

দাম হতে পারে 40,000 টাকার মধ্যে

OnePlus RT মোবাইল ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। জানা যাচ্ছে যে এই হ্যান্ডসেট লঞ্চ করতে পারে 16 ডিসেম্বর। এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন কি হতে পারে তা জানা গেলেও, ভারতে এই মডেলের দাম কত হবে তা পরিস্কার করে এতদিন জানা যায়নি। তবে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন রিপোর্টে এই OnePlus RT ফোনের সম্ভাব্য দাম প্রকাশ পেয়েছে।এছাড়াও জানা যাচ্ছে যে এই লেটেস্ট স্মার্টফোন মডেলের সাথেই লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে OnePlus ব্র্যান্ডের Buds Z2 অডিও ডিভাইসের।

বলে রাখা ভালো যে , চিনে লঞ্চ হওয়া OnePlus 9RT স্মার্টফোন ভারতের মার্কেটে OnePlus RT নামে হাজির হতে চলেছে। চিনে এই মোবাইল লঞ্চ হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে । একটি হল 8GB RAM+128GB ইন্টারনাল এবং অন্যটি হল 6GB RAM+128GB স্টোরেজ।

ভারতে OnePlus RT মডেলের দাম কত হবে তা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে অনলাইনে এই ডিভাইসের সম্ভাব্য দাম সম্পর্কে বেশ কয়েকটি লীক প্রকাশ পেয়েছে। এর আগে বেশ কয়েকটি অনলাইন রিপোর্টে বলা হয়েছিল যে ভারতে OnePlus RT ডিভাইসের দাম হতে পারে 40,000 থেকে 44,000 টাকার মধ্যে ।

তবে লেটেস্ট লীক থেকে জানা গিয়েছে যে OnePlus RT ফোনের 8GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে হতে পারে 39,999 টাকার আশেপাশে। আবার কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে এই মডেলের দাম হবে 37,999 টাকা মতন। OnePlus RT ডিভাইসের 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতের টেক মার্কেটে হতে পারে 34,999 টাকা।

চিনে লঞ্চের সময় OnePlus 9RT স্মার্টফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ভারতীয় মুদ্রায় 38,800 টাকা ( CNY 3,299) মতন। এই ডিভাইসের 8GB RAM+ 256 GB স্টোরেজ অপশনের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 41,100 টাকা ( CNY 3,499) মতন।

OnePlus 9RT স্মার্টফোনের স্পেসিফিকেশন-

OnePlus RT ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার হতে চলেছে একেবারে OnePlus 9RT স্মার্টফোনের মতনই।

• OnePlus 9RT ফোনে রয়েছে 6.6 ইঞ্চির FHD+Samsung E4 অ্যামোলয়েড ডিসপ্লে।

• স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ।

• এই স্মার্টফোন কাজ করবে কোয়ালকম Snapdragon 888 চিপসেটে।

• ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে এই মডেলে রয়েছে 50MP+ 16MP+2MP ব্যাক ক্যামেরা সেটআপ।

• সেলফ ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা।

• এই ডিভাইস আসছে 4,500 mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।

প্রসঙ্গত, চিনে লঞ্চ হওয়া OnePlus 9RT স্মার্টফোন আসছে তিনটি স্টোরেজ অপশনের সাথে, যেগুলি হল-

  • 8GB RAM+128GB ইন্টারনাল।
  • 8GB RAM +256GB স্টোরেজ।
  • 12GB RAM+ 256GB ইন্টারনাল স্টোরেজ।

Digit.in
Logo
Digit.in
Logo