Oneplus আনতে চলেছে দুর্দান্ত ফিচার সহ আরেকটি স্মার্টফোন, জানুন কবে হবে লঞ্চ

Oneplus আনতে চলেছে দুর্দান্ত ফিচার সহ আরেকটি স্মার্টফোন, জানুন কবে হবে লঞ্চ
HIGHLIGHTS

নতুন স্মার্টফোন নর্ড সিরিজের আওতায় আসবে, যার নাম OnePlus Nord N300 5G

OnePlus Nord N300 5G ফোনে MediaTek চিপসেটের সঙ্গে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিতে চলেছে

ফোনে কোম্পানি 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.49-ইঞ্চি IPS LCD FHD+ ডিসপ্লে দিচ্ছে

OnePlus আবারও তাদের নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই নতুন স্মার্টফোন নর্ড সিরিজের আওতায় আসবে, যার নাম OnePlus Nord N300 5G। এই হ্যান্ডসেটটি গত বছরের জুলাইয়ে লঞ্চ হওয়া Nord N200 5G-এর সাকসেসার হিসেবে বাজারে এন্ট্রি করবে। The Verge-এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি উত্তর আমেরিকায় আগামী মাসে অর্থাৎ নভেম্বরে লঞ্চ হবে।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনে MediaTek চিপসেটের সঙ্গে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিতে চলেছে। এর সাথে ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিংও পাওয়া যাবে।

কোম্পানির এই আপকামিং ফোন FCC ছাড়া Bluetooth SIG তেও দেখা গিয়েছে। এই সার্টিফিকেশন ওয়েবসাইটস অনুযায়ী ফোনে Bluetooth 5.3, NFC, Wi-Fi 802.11ac এবং n2/n25/n41/n66/n71 এবং n77 5G ব্যান্ডস সাপোর্ট সহ আসবে। ফোনে পাওয়া বাকি ফিচারগুলি OnePlus Nord N200 5G থেকে একটি লেভল উপরে হতে পারে।

Oneplus Nord N200 5G

OnePlus Nord N200 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে কোম্পানি 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.49-ইঞ্চি IPS LCD FHD+ ডিসপ্লে দিচ্ছে। ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে। প্রসেসর হিসেবে এতে Snapdragon 480 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে রয়েছে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়া, ফোনের সামনে সেলফির জন্য কোম্পানি একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। OS সম্পর্কে বললে, এই ফোনটি Android 11-এর উপর ভিত্তি করে OxygenOS UI-তে কাজ করে।

Digit.in
Logo
Digit.in
Logo