HIGHLIGHTSOnePlus Nord-এ থাকবে একটি 6.44 ইঞ্চির Full HD AMOLED স্ক্রিন
ওয়ানপ্লাস নর্ডটি দেশে লঞ্চ করা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন হবে
ওয়ানপ্লাসের কোনও ডিভাইসে প্রথমবারের মতো একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ একটি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা সরবরাহ করা হবে
Make 2021 your best year with IBM Developer
Make 2021 the year where you truly shine, grow, build & Code. Get support and motivation from the IBM Developer community. #IBMDeveloper #CodePatterns
Click here to know more
Advertisementsস্মার্টফোন কোম্পানি OnePlus আরেকটি ফোন নিয়ে ভারতীয় বাজারে হাজির হতে চলেছে। কোম্পানির এই ফোনটি অন্য়ান্য় ফোনের তুলনায় অনেকটাই কম দামের হবে বলে দাবি করা হচ্ছে। OnePlus Nord নামের এই ফোনটি ভারতীয় বাজারে ২১ জুলাই লঞ্চ করা হবে।
OnePlus Nord ফোনটি Amazon-এ ১৫ জুলাই থেকে প্রি-বুকিং করা হচ্ছে। এর পাশাপাশী যেই গ্রাহকরা এই ফোনটি প্রি-বুকিং করিয়েছে তারা পাবেন কিছু আকর্ষনীয় অফার।
বহু প্রতীক্ষিত স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে যদি কথা বলি তবে এই ফোনটি একটি মাঝারি ফিচার্সের সঙ্গে আসবে, তবে ফোনটিতে থাকবে একটি ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা।
OnePlus Nord-এ থাকবে একটি 6.44 ইঞ্চির Full HD AMOLED স্ক্রিন। যার রিফ্রেশ রেট 90Hz এবং অ্য়াসপেক্ট রেশিও থাকবে 20.9। এছাড়া ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনটির ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হল থাকবে, তারই মধ্য়ে থাকবে।
ওয়ানপ্লাস কোম্পানির তরফ থেকে তার বিভিন্ন প্ল্যাটফর্মে আসন্ন 5G OnePlus Nord ফোনে কী কী ফিচার্স থাকবে, এটি নিশ্চিত করছে। আমরা যদি টিজারগুলি দেখি তবে ওয়ানপ্লাস নর্ডটি দেশে লঞ্চ করা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5জি ফোন হবে। ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G 5G প্রসেসর দেওয়া হবে।
We might have mentioned this already, but #OnePlusNord is going to make history as the first smartphone to launch entirely in AR. Make sure you’re ready for the experience - https://t.co/tT7zp7We1T pic.twitter.com/xsIh8Fs9RH
— OnePlus India (@OnePlus_IN) July 19, 2020
ওয়ানপ্লাস নর্ডে অ্যামোলেড ডিসপ্লে এবং সামনের অংশে একটি পিল-আকারের কাটআউট সম্পর্কে সংস্থাটি জানিয়েছে। ওয়ানপ্লাসের কোনও ডিভাইসে প্রথমবারের মতো একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ একটি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা সরবরাহ করা হবে।
ওয়ানপ্লাস নর্ডের একটি 48 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকবে। এটি সনি IMX586 সেন্সর সহ ওআইএস বৈশিষ্ট্যযুক্ত। এটি ছাড়াও ফোনের পিছনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, একটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স থাকবে। স্মার্টফোনটিতে একটি অল-গ্লাস ইউনিবডি ডিজাইন থাকবে। ফোনটি অনেকগুলি রঙের ভেরিয়েন্টে উপলব্ধ করা হবে।
OnePlus Nord তিনটি ভেরিয়েন্ট 6/8/12 জিবি র্যাম সহ 128/256 জিবি স্টোরেজ সহ আসতে পারে। ফোনে থাকবে 4,115mAh এর ব্যাটারি ক্যাপাসিটি, যা 30W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ওয়ানপ্লাস নর্ড একটি AR ইভেন্টে লঞ্চ করা হবে। OnePlus Nord ফোনটি অ্য়ামেজন এর পাশাপাশী, ওয়ানপ্লাস স্টোর এবং অন্য়ান্য় স্টোর্স থেকেও কেনা যাবে। এমনিটি অনুমান লাগানো হচ্ছে যে ওয়ানপ্লাস-এর এই কম দামী ফোনটি 30 হাজার টাকার মধ্য়ে বাজারে আসতে পারে।
Price: |
![]() |
Release Date: | 29 Jul 2020 |
Variant: | 64GB6GBRAM , 128GB8GBRAM , 256GB12GBRAM |
Market Status: | Launched |
টপ-প্রোডাক্টস
হট ডিলস
ভিউ অলDigit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.