65W ফাস্ট চার্জিং এবং 48MP কোয়াড রিয়ার ক্যামেরা সহ Oneplus 8T 5G ভারতে এল, জানুন কবে হবে বিক্রি

65W ফাস্ট চার্জিং এবং 48MP কোয়াড রিয়ার ক্যামেরা সহ Oneplus 8T 5G ভারতে এল, জানুন কবে হবে বিক্রি
HIGHLIGHTS

OnePlus 8T বাজারে আনা হয়েছে যার মধ্য়ে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট

Oneplus 8T 5G ফোনের দাম 42,999 টাকা থেকে শুরু

7 অক্টোবর থেকে Amazon India এবং ওয়ানপ্লাস স্টোর থেকে বিক্রি করা হবে OnePlus 8T

অপেক্ষা এবার শেষ! OnePlus সংস্থা অবশেষে ভারতে তার নতুন স্মার্টফোন OnePlus 8T লঞ্চ করে দিয়েছে। অনেকগুলি নতুন ফিচারযুক্ত ভারতে OnePlus 8T বাজারে আনা হয়েছে যার মধ্য়ে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়া ফোনে নতুন ওয়ানপ্লাস ফোনে 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনে থাকছে চারটি রিয়ার ক্যামেরা। বলে দি যে OnePlus 8 ফোনে 30W এর ফাস্ট চার্জিং দেওয়া ছিল।

OnePlus 8T এর দাম

দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে OnePlus 8T। এর মধ্য়ে একটি ভেরিয়েন্ট 8GB+128GB স্টোরেজ, যার দাম 42,999 টাকা। পাশাপাশি অন্য ভেরিয়েন্টি হল 12GB+256GB, যার দাম 45,999 টাকা। প্রথম মডেলটি অ্যাকোয়ামারিন গ্রিন এবং লুনার সিলভারে আসবে, দ্বিতীয় ভেরিয়েন্টি মাত্র অ্যাকোয়ামারিন গ্রিন কালারে বিক্রি করা হবে। ফোনটি 17 অক্টোবর থেকে অ্যামাজন ইন্ডিয়া এবং ওয়ানপ্লাস স্টোর থেকে বিক্রি করা হবে।

OnePlus 8T স্পেসিফিকেশন

OnePlus 8T ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক OxygenOS 11 পাবেন। এ ছাড়াও ফোনে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুয়েড আমোলড ডিসপ্লে পাবেন। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 650 জিপিইউ এবং 12 জিবি র‌্যামের স্টোরেজ 256 জিবি পর্যন্ত পাওয়া যাবে।

OnePlus 8T ক্যামেরা

ক্যামেরার কথা বললে Oneplus 8T ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের সনি IMX586 সেন্সর, দ্বিতীয় লেন্সটি 16 মেগাপিক্সেলের IMX481 আল্ট্রা ওয়াইড সেন্সর, তৃতীয় লেন্সটি একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং চতুর্থ লেন্সটি 2 মেগাপিক্সেল। সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

OnePlus 8T ব্যাটারি

কনেক্টিভিটির জন্য OnePlus 8T-তে থাকছে 5G, 4G, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, গ্লোনাস এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে সংযোগের জন্য উপলব্ধ। ফোনটিতে 4500mAh ব্যাটারি রয়েছে যা 65W ফাস্ট চার্জিং সপোর্ট করে। সংস্থা তরফে দাবি করা হয়েছে যে ফোনটির ব্যাটারি মাত্র 39 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo