ONEPLUS 8 PRO কোয়াড ক্যামেরার সঙ্গে সবে

ONEPLUS 8 PRO কোয়াড ক্যামেরার সঙ্গে সবে
HIGHLIGHTS

OnePlus 8 Pro কোয়াড ক্যামেরা সেটআপ পাবে

ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে না

OnePlus 7T Pro ফোনটি সবে লঞ্চ করা হয়েছে আর এবার এর পরের ফোন মানে 8th জেনারেশানের ওয়ানপ্লাস ফোনের বিষয়ে খবর আসছে। আর এই মাসের প্রথমে এই ফোনের রেন্ডারও দেখা গেছে, আর সেখানে এই ফোনের বিষয়ে কিছু খবর জানা গেছে।

91mobiles আর @OnLeaks  য়ের রিপোর্ট অনুসারে OnePlus 8 Proর রেন্ডার জানা গেছে। আর এই ডিভাইসের ব্যাকে কোয়াড ক্যামেরা আছে। হুয়াওয়ে আর স্যামসাং তাদের সব ফ্ল্যাগশিপ স্মার্টফোন চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ করেছে।

OnePlus 8 Pro ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে আর সেখানে এই ফোনে পপ আপ ক্যামেরা থাকবে। ফোনে 6.65 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে আর এর আগের রিউমার অনুসারে এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর OnePlus 7T Pro ফোনে অবশ্য 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।

OnePlus 7 Pro প্রথম ফোন যা 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে এসেছে। আর কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি ভবিষ্যতে এই একই রিফ্রেশ রেটের সঙ্গে আসবে। আর ভবিষ্যতে আসতে চলা ওয়ানপ্লাস স্মার্টফোনে 5G কানেক্টিভিটি থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo