ONEPLUS 7T VS ONEPLUS 7 PRO VS ONEPLUS 7 ওয়ানপ্লাস 7 সিরিজের তিনটি ফোনের পার্থক্য

ONEPLUS 7T VS ONEPLUS 7 PRO VS ONEPLUS 7 ওয়ানপ্লাস 7 সিরিজের তিনটি ফোনের পার্থক্য
HIGHLIGHTS

OnePlus 7T 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হয়েছে

তিনটি ফোনেই আছে 48MP র মেন ক্যামেরা

OnePlus7 Pro আর OnePlus 7 এই বছরের মে মাসে লঞ্চ করা হয়েছে

ভারতে সবে গত কাল ওয়ানপ্লাস তাদের নতুন ফোন OnePlus 7T লঞ্চ করেছে। আর এই ফোনের আগে এই সিরিজের আরও দুটি ফোন কোম্পানি ভারতে কয়েক মাস আগেই লঞ্চ করেছিল। এই দুটি ফোন ছিল OnePlus 7 pro আর OnePlus 7।

আর আজকে এখানে আমরা এই তিনটি ওয়ানপ্লাসের লেটেস্ট ফোনের একটি তুলনা করে দেখব।

OnePlus 7T, OnePlus 7 Pro আর OnePlus 7 য়ের ডিজাইন আর ডিসপ্লে

ভারতে ওয়ানপ্লাস 7 সিরিজের প্রথম দুটি ফোন এই বছরের মে মাসে লঞ্চ করা হয়। এর মধ্যে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস 7T ফোনে আপনারা একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে পাবেন ফোনে আছে গোরিলা গ্লাস আর এটি অ্যালুমিনিয়াম ফ্রেমে এসেছে। আর এবার যদি আমরা ওয়ানপ্লাস 7 প্রো ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা এক্ত্রি 6.67 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। আর এর সঙ্গে ওয়ানপ্লাস 7 ফোনে আপনারা 6.41 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান যুক্ত।

OnePlus 7T, OnePlus 7 Pro আর OnePlus 7 য়ের অপারেটিং সিস্টেম আর র‍্যাম ও স্টোরেজ

OnePlus 7T ফোনটি অ্যান্ড্রয়েড 10 আউট অফ দি বক্সে এসেছে। আর এই ফোনে আপনারা অক্সিজেন OS 10 পাবেন। ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস। আর এই ফোনটি 8GB র‍্যাম আর 128Gb আর 256Gb স্টোরেজে লঞ্চ করা হয়েছে।

OnePlus 7 Pro ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855। আর এই ফোনে আপনারা 6GB/128GB, 8GB/256Gb আর 12GB/256Gb ভেরিয়েন্টে পাবেন।

আর এবার যদি আমরা OnePlus 7 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা পাবনে অ্যান্ড্রয়েড 9 পাই যা অক্সিজেন OS 9.5.8 যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আছে স্ন্যাপড্র্যাগন 855। আর ফোনটিতে আপনারা 6GB/128GB আর 8GB/256Gb ভেরিয়েন্টে কিনতে পারবেন।

OnePlus 7T, OnePlus 7 Pro আর OnePlus 7 ফোনের ক্যামেরা

এই ফোনের মধ্যে OnePlus 7T ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 48MP মেন ক্যামেরার সঙ্গে একটি 12MP আর একটি 16MP র রেয়ার ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্টে আধে একটি 16PMP র ফ্রন্ট ক্যামেরা।

ওয়ানপ্লাস 7 প্রো ফোনে আপনারা পাবেন ট্রিপেল ক্যামেরা সেটআপ যা 48MP র সঙ্গে 8MP আর 16MP র ক্যামেরা অফার করে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা 16MP র পপ আপ ক্যামেরা পাবেন।

আর ওয়ানপ্লাস 7 ফোনে আছে 48MP র মেন ক্যামেরা তবে এটি ট্রিপেল না ডুয়াল রেয়ার ক্যামেরা অফার করে। এর দ্বিতীয় ক্যামেরা 5MPর। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা। যা ডট নচে দেওয়া হয়েছে।

OnePlus 7T, OnePlus 7 Pro আর OnePlus 7 য়ের ব্যাটারি

ওয়ানপ্লাস 7T ফোনে আপনারা একটি 3800mAh য়ের সুপার ওর‍্যাপ 30T ফাস্ট চার্জিং সাপোর্টের ব্যাটারি পাবেন।

আর ওয়ানপ্লাস 7 প্রো ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা 30W ওর‍্য্যাপ চার্জ সাপোর্ট করে।

আর OnePlus 7 ফোনে আপনারা একটি 3700mAh য়ের ব্যাটারি পাবেন যা 20W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo