সম্ভাব্য OnePlus 7T ফোনটি গিকবেঞ্চের লিস্টিংয়ে দেখা গেছে

সম্ভাব্য OnePlus 7T ফোনটি গিকবেঞ্চের লিস্টিংয়ে দেখা গেছে
HIGHLIGHTS

ফোনে স্ন্যাপড্র্যাগন 855+ থাকবে

এটি EXSS8865 HD1900 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে

খুব তাড়াতাড়ি OnePlus তাদের নতুন ফোন OnePlus 7T লঞ্চ করবে। আর এর আগের কিছু রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ প্রসেসার থাকবে। আর এবার এই OnePlus 7T ফোনটি গিকবেঞ্চে দেখা গেছে।

এই ডিভাইসের লিস্টিং চিনের টিপস্টার জানিয়েছেন আর সেখানে শুধু এটি XSS8865 HD1900  মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। গিজমোচায়নার রিপোর্ট অনুসারে এটি গিকবেঞ্চের লিস্টিংয়ে OnePlus 7T র চিনা এডিশান।

এই ফোনে কোয়াল্কম SoC বেস ফ্রিকোয়েন্সি 1.78GHz দেখা গেছে আর এটি বাস্তবে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 855+ মোবাইল প্ল্যাটফর্ম। এই ফোনে 8GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড 10 OS থাকবে। আর এই ফোনটির গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্ট আর মাল্টি কোরে স্কোর যথাক্রমে 3983,10,967।

এর আগে বিভিন্ন খবরে জানা গেছিল যে এই ফোনটি 6GB র‍্যামের সঙ্গে লঞ্চ করা জবে আর এই ফোনটি 8GB র‍্যাম ভেরিয়েন্টেও আসবে। আর এই ফোনটি মানে OnePlus 7T তে 6.55 ইঞ্চির কোয়াড HD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেস রেট 90Hz.

আর বাকি রিউমার্ড স্পেক্স অনুসারে এই ফোনে 16MP র সেলফি ক্যামেরা থাকবে আর এই ফোনের ব্যাক সাইডে ট্রিপেল ক্যামেরা থাকবে। আর এই ফোনের মেন ক্যামেরা 48MP র সেন্সার আর একটি 16MP র আর একটি 12MP র ক্যামেরা থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo