ONEPLUS 7 PRO ফোনের নতুন কালার ভেরিয়েন্ট আসবে?

HIGHLIGHTS

ONEPLUS 7, ONEPLUS 7 PROর ছবির রেন্ডার জানা গেছে

ONEPLUS 7 PRO ফোনটিতে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন

UFAS 3.0 স্টোরেজের সঙ্গে আসবে OnePlus 7 Pro

ONEPLUS 7 PRO ফোনের নতুন কালার ভেরিয়েন্ট আসবে?

যখন OnePLus 7 আর OnePlus 7 Pro ফোন দুটি লঞ্চ হতে আর বেশি দিন বাকি নেই সেই সময়ে OnePlus য়ের রেন্ডার লিক হয়েছে। আর OnePlus 7 আর OnePlus 7 Pro র ডিজাইন থেকে তা জানা গেছে। OnePlus 7 Pro ফোনটি পপ আপ সেলফি ক্যামেরা আর তিনটি রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হতে পারে। আর এছারা এই ফোনটি নেবুলার ব্লু আর মিরার গ্রে কালারের বিষয়ে জানা গেছিল তেমনি এখন এই ফোনটির আরও দুটি কালার ভেরিয়েন্ট জানা গেছে, এর মধ্যে একটি আলম্নড কালার ভেরিয়েন্ট। আর আপনাদের মনে করিয়ে রাখি যে 14 মে এই ডিভাইসটি লঞ্চ করা হবে। আর এই ফোনটি ভারতে OnePlus 7 Pro র প্রাথমিক দাম 49,999 টাকা হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে WinFuture য়ের মাধ্যমে লিক থেকে জানা গেছে। আর এই দুটি ফোনের রেন্ডার লিক হেয়ছে। OnePlus 7 Pro ফোনটি বেজেল লেস আর নচ লেস ডিসপ্লে ছাড়া পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত হতে পারে। আর এর সঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি রেয়ার ক্যামেরা আর ফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হতে পারে।

আর এবার যদি আপনারা OnePlus 7 য়ের বিষয়ে বলি তবে আপনারা ওয়াটার ড্রপ নচের সঙ্গে এই ফোনটি ব্যাক সাইডে রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনটি মানে OnePlus 7 Pro আর OnePlus 7 ফোনের ডিজাইনের থেকে একটু আলাদা হবে। আর সেখানে এই pro ভেরিয়েন্টটিতে UAFS 3.0 স্টোরেজ আর HDR 10+ ডিসপ্লে কোম্পানি দিতে পারে।

ONEPLUS 7 PRO, ONEPLUS 7 ফোনের আনুমানিক স্পেক্স

OnePlus 7 Pro ফোনটি 90Hrz য়ের 6.67 ইঞ্চি( 1440x3120p) QHD+ ডিসপ্লে যুক্ত হতে পারে আর সেখানে OnePlus 7 ফোনে আপনারা 6.41 ইঞ্চির (1080x2340p) AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আর দুটি ফোন স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসারের সঙ্গে 6GB বা 8GB র‍্যাম আর 128GB বা 256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে। OnePlus 7 Pro ফোনটির 12GB র‍্যাম ভেরিয়েন্ট আস্তে পারে আর এই ফোনে 48MP, 16MP আর 8MP র রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর সেখানে OnePlus 7 ফোনে আপনারা দুটি রেয়রা ক্যামেরা 48MP আর 5MP র দিতে পারে। আর সেখানে OnePlus 7 ফোনে আপনারা 3,700mAh য়ের ব্যাটারি পাবেন আর OnePlus 7 Pro ফোনে 4,000mah য়ের ব্যাটারি দেওয়া হতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo