12GB র‍্যামের সঙ্গে ONEPLUS 7 PRO কে গিকবেঞ্চে দেখা গেছে

12GB র‍্যামের সঙ্গে ONEPLUS 7 PRO কে গিকবেঞ্চে দেখা গেছে
HIGHLIGHTS

OnePlus 7 সিরিজ 14 মে লঞ্চ করা হবে

গিকবেঞ্চের লিস্টিংয়ে OnePlus 7 Pro দেখা গেছে

12GB র‍্যামের সঙ্গে আসবে OnePlus 7 Pro

OnePlus 14 মে তাদের OnePlus 7 সিরিজ লঞ্চ করবে আর এর মধ্যে OnePlus 7 আর OnePlus 7 Pro স্মার্টফোন দুটিও আছে। আর কোম্পানি অনেক দিন ধরে এই ফোন গুলি নিয়ে টিজ করছে আর আশা করা হচ্ছে যে এই নতুন ফোনে স্ন্যাপড্র্যাগন 855 মোবাইল প্ল্যানটফর্মে লঞ্চ করা হবে। আর অফিসিয়ায়লি লঞ্চের আগে OnePlus 7 Pro ফোনটি GM191 মডেল নম্বরের সঙ্গে গিক বেঞ্চে দেখা গেছে আর লিস্টিং থেকে জানা গেছে যে এই ডিভাইসটি 12GB র‍্যাম যুক্ত হবে আর অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করবে।

OnePlus 7 Pro ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 3551 আর মাল্টি টেস্টে 11012 স্কোর পেয়েছে। আর এই স্কোর অন্য স্ন্যাপড্র্যাগন 855 ফোন যেমন Lenovo Z6 Pro আর Samsung Galaxy S10 এর কাছাকাছি হবে। আর এর আগের রিপোর্টে জানা গেছিল যে OnePlus 7 Pro স্মার্টফোনটি 6GB র‍্যাম আর 128 Gb স্টো রেজ, 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ আর 12GB র‍্যাম আর 256GB স্টোরেজে লঞ্চ করা হবে। OnePlus 7  য়ের একটি মিউজিক ভিডিও সম্প্রতি দেখা গেছে আর এতে ডিভাইসটি প্রায় বেজেল লেস ডিসপ্লে ডিজাইনের বিষয়ে জানা গেছে। আর এছাড়া আশা করা হচ্ছে যে OnePlus 7 ডিউ ড্রপ নচ ডিসপ্লে যুক্ত হবে আর OnePlus 7 Pro ফোনটি পপ আপ সেলফি ক্যামেরা আর নচ ফ্রি ডিসপ্লে যুক্ত হবে।

ONEPLUS 7 আর ONEPLUS 7 PRO ফোনের রিউমার্ড স্পেক্স

OnePlus 7 ফোনে 6.4 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে, আর সেখানে OnePlus 7 Pro ফোনে 6.7 ইঞ্চির কার্ভড কোড HD+ সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। আর দুটি হ্যান্ডসেটই স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট থাকতে পারে আর বলা হচ্ছে যে pro ভেরিয়েন্ট 5G কানেক্টিভিটির জন্য X50 মোডেমের সঙ্গে আসবে।

ক্যামেরার ক্ষেত্রে OnePlus 7 Pro ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থকাবে। আর কোম্পানি জানিয়েছে যে এই ফোনের ক্যামেরা 3X জুম অফার করে। আর এখন এই বিষয়ে গুজব এসেছে যে ফোনের প্রধান ক্যামেরা 48MP f/1.6 অ্যাপার্চার যুক্ত হবে আর এটি OIS সাপোর্ট করবে আর এর সঙ্গে 8MP র টেলিফটো লেন্স থাকবে আর এর অ্যাপার্চার f/2.4 হবে আর এর সেন্সার 3x জুম ক্ষমতা যুক্ত হবে  আর সেখানে ফোনের তৃতীয় সেন্সার 16MP র ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার হবে যা 117 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে আসবে। আর আমরা যদি OnePlus 7 ফোনের বিষয়ে বলি তবে এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেন্সার থাকবে যা 48MP র সেন্সার হবে আর যা f/1.7 অ্যাপার্চার যুক্ত হবে আর এর দ্বিতীয় ক্যামেরা 5MP র ডেপথ সেন্সা যুক্ত হবে।

OnePlus 7 Pro ফোনের ভেরিয়েন্টে 4000mAh য়ের ব্যাটারি আছে আর এই ফোনে 30W Warp চার্জ সাপোর্ট থাকবে। OnePlus 7 ফোনে 3700mAh য়ের ব্যাটারি থাকবে আর এই ডিভাইসে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Digit.in
Logo
Digit.in
Logo