এবার এই আপডেটের পরে ONEPLUS 7 PRO ফোনটি আরও ভাল হল

এবার এই আপডেটের পরে ONEPLUS 7 PRO ফোনটি আরও ভাল হল
HIGHLIGHTS

OxygenOS আপডেটের সঙ্গে OnePlus 7 Pro ফোনটি আরও ভাল হল

নতুন আপডেটের সাইজ 182 MB

অক্সিজেন OS আপডেটের মাধ্যমে OnePlus 7 Pro ফোনের ক্যামেরাতে উন্নতি হল

সম্প্রতি OnePlus OxygenOS 9.5.5/ OxygenOS 9.5.4 র আপডেট OnePlus 7 Pro ফোনের জন্য দিয়েছে। আর এই লেটেস্ট আপডেটের মাধ্যমে কোম্পানি এই ডিভাইসের ক্যামেরাতে বেশি উন্নতি করেছে।

চেঞ্জলগ অনুসারে এই আপডেট HDR ইমেজ কোয়ালিটীতে উন্নতি আনবে আর এর সঙ্গে লো লাইট ফটোগ্রাফি ভাল হবে। আর এর সঙ্গে ফোকাস আর হোয়াইট ব্যালেন্স যুক্ত উন্নতি এসেছে। আর আপনাদের এই আপডেট যদি এখনও না পেয়ে থাকেন তবে কিছু দিনে এটি ডাউনলোড আর ইন্সটল করতে পারবেন।

কিছু দিন আগে ওয়ানপ্লাস এই আপডেটের বিষয়ে একটি ব্লগ পোস্ট দিয়েছিল আর যে তারা ক্যামেরা ভাল করার জন্য কাজ করছে। আর কোম্পানি এই আপডেটে কিছু বাগ ফিক্স করেছে। আর কোম্পানি এই ডিভাইস Wake আর  Ambient Display feature আর ডাবাল ট্যাপে কাজ করেছে। আর এর সঙ্গে গেমিংয়ের সময়ে ব্লুটুথ হেডসেট আসবে যা অডিও ডিলের সমস্যা ফিক্স করবে।

ONEPLUS 7 PRO ফোনের দাম

OnePlus 7 Pro ফোনটি তিনটি আলাদা আলদা ভেরিয়েন্টে এসেছে। এই ফোনের 6Gb র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট (mirror Gray) কালারে মাত্র 48,999 টাকায় কনেয়া যাবে আর, এছাড়া আপনারা এই ফোনের 8GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টটি (mirror Gray) কালারে মাত্র 52,999 টাকায় কিনতে পারবেন আর এছাড়া আপনারা এই ফোনের 12GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টটি আর 8GB র‍্যাম আর 256Gb ভেরিয়েন্টটি আপনারা যথাক্রমে 52,999 টাকা আর 57,999 টাকায় কিনেত পারবেন। এই ফোনটি আপনারা Nebula Blue, Mirror Gray,আর Almond colourয়ে কিনতে পারবেন।

ONEPLUS 7 PRO ফোনের স্পেসিফিকেশান

OnePlus 7 Pro ফোনে আপনারা একটি মেটাল বিল্ড পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট আর ব্যাক সাইটে আপনারা গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান পাচ্ছেন। আর এই ফোনে আপনারা একটি 6.67 ইঞ্চির full AMOLED ডিসপ্লে পাবেন আর এটি একটি QHD+ প্যানেল। আর এই ফোনটি DisplayMate য়ের কাছ থেকে A+ রেটিং পেয়েছে। আর এছাড়া এই ফোনের পিক্সাল ডেনসিটি 516ppi । আর এটি HDR10+ সার্টিফায়েড। আর এছাড়া এই ফোনটির রিফ্রেস রেট 90Hz আর এটি এর জন্য  অ্যানিমেশান, নেগিভেশান আর ভিডিও দেখার অভিজ্ঞতা খুব স্মুথ।

যেমন টা বলা হয়েছিল যে OnePlus 7 Pro ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 পাবেন আর এই ফোনে একটি 12GB র‍্যামের সঙ্গে 256Gb স্টোরেজ দেওয়া হ্যেহচে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে। এও বলা হচ্ছে যে এই ফোনটি ছাড়া বাজারে এই চিপসেটের ফোন এখনও পর্যন্ত আর নেই। তবে পার্ফর্মেন্সের ক্ষেত্রে এই ফোনটি সজাসুজি Honor View 20, Huawei P30 Pro আর Galaxy S10E র সঙ্গে প্রতিজগিতা করবে।

এবার যদি আমরা এই ফোনের ক্যামেরা বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে OnePlus 7 Pro মোবাইল ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনে একটি 48MP Sony IMX586 সেন্সার আছে যে f/1.6 অ্যাপার্চারের আর এতে একটি কাস্টম মেড 7 এলিমেন্ট প্লাস্টিক লেন্স দেওয়া হেয়ছে। আর এই ফোনটিতে একটি 8MP র টেলিফটো লেস্ন আছে আর এটি 3X জুম সাপীর্ট করে আর এখানেই শেষ নয় এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 16MP র আল্ট্রা ওয়াইড লেন্সও পাবেন।

OnePlus 7 Pro ফোনে আপনারা একটি স্টিরিও স্পিকার পাবেন আর এর সঙ্গে নতুন প্রজুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে ডল্বি স্পিকার আছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAH য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি OxygenOS 9 ছাড়া অ্যান্ড্রয়েড 9 Pie য়ের সঙ্গে এসেছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo