2019 সালের নতুন অক্সিজেন আপডেট পেল এই দুই OnePlus ফোন

HIGHLIGHTS

OnePlus 6 আর 6T তে এল নতুন অক্সিজেন আপডেট

বিটার পরে কোম্পানি ফোন দুটিতে স্টেবেল আপডেট দিল

2019 সালের নতুন অক্সিজেন আপডেট পেল এই দুই OnePlus ফোন

OnePlus 6 আর OnePlus 6T ফোন দুটি নতুন অক্সিজেন আপডেট পেয়েছে। আর এছাড়া এই দুই ফোনে মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ ও আছে। আর আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কোম্পানি তাদের OnePlus আর OnePlus 6T ফোন দুটির জন্য লেটেস্ট অক্সিজেন OS বিটা আপডেট দিয়েছিল। আর এবার এই আপডেট জোণ মোডে আর স্ক্রিন রেকর্ডে আছে। আর কোম্পানির এই নতুন আপডেট 2018 সালের দুই ফোনে এসে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 6T ফোনটির দাম 37,999 টাকা আর এইফ অনটি অ্যামাজনে 3000 টাকার দাম কমার পরে এবার 32,999 টাকায় কেনা যাচ্ছে। আর এই ফোনের 8GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্ট্র দাম 4,000 টাকা কমার পরে এবার 37,999 টাকা হয়েছে। আর এই ফোনের সব থেকে ভেরিয়েন্ট যা 256GB স্টোরেজের তা এখন 41,999 টাকায় পাওয়া যাচ্ছে।

OnePlus 6T ফোনটিতে 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED 19:5:9 ডিসপ্লে আছে যার রেজিলিউশান 2340x1080p আর এই ফোনের পিক্সাল ডেনসিটি 402 PPI। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হ্যেছে।আ র এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo