ওয়ানপ্লাস এর প্রথম কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 13s ফোনের আজ প্রথম সেল, সোজা 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ

HIGHLIGHTS

লেটেস্ট OnePlus 13s স্মার্টফোনের সেল আজ 12 জুন শুরু হতে চলেছে

ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনটি কোম্পানির প্রথম কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য আনা হয়েছে

ওয়ানপ্লাস 13এস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর এবং 50 মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা সহ আসে

ওয়ানপ্লাস এর প্রথম কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 13s ফোনের আজ প্রথম সেল, সোজা 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ

লেটেস্ট OnePlus 13s স্মার্টফোনের সেল আজ 12 জুন শুরু হতে চলেছে। ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনটি কোম্পানির প্রথম কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য আনা হয়েছে। ওয়ানপ্লাস 13এস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর এবং 50 মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা সহ আসে। এছাড়া লেটেস্ট ফোনে কোম্পানি Oneplus AI এবং আলর্ট স্লাইডার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13এস ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13s স্মার্টফোনের দাম কত ভারতে

দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ফোনটি দুটি স্টোরেজ মডেল সহ আা হয়েছে। ওয়ানপ্লাস ১৩এস ফোনের 12Gb+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা। সাথে 12GB+512GB মডেলটি 59,999 টাকা দামে আনা হয়েছিল। ফোনটি Amazon সাইট এর পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে।

লেটেস্ট ওয়ানপ্লাস ১৩এস ফোনটি পিংক সাটিন, ব্ল্য়াক ভেলভেট এবং ইন্ডিয়া এক্সক্লুসিভ গ্রিন সিল্ক কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: 7300mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ব্যাটারি সহ iQOO 5G ফোন হল দেদার সস্তা, 20 হাজারের কম দামে কেনার সুযোগ

oneplus 13s price India

অফারের কথা বললে, ওয়ানপ্লাস তার নতুন ফোনের সাথে 5000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। যার পরে ফোনের দাম কমে 49,999 টাকা হয় যাবে। এই দামে ফোনের 12GB+256GB মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 12GB+512GB মডেলটি অফারের সাথে 54,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া থাকছে EMI অফারও।

গ্রাহকরা তাদের পুরনো ওয়ানপ্লাস বা যেকোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 5000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন নতুন ফোনে।

ওয়ানপ্লাস ১৩এস ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে 6.32-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে। এটি 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট, ডলবি ভিসন, সহ পিক ব্রাইটনেস 1600 নিট পর্যন্ত অফার করে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite চিপসেট যা 12GB LPDDR5X RAM এবং 256GB/512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 এবং 2X অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩এস ফোনটি 5850mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে।

আরও পড়ুন: পাওয়ারফুল 100X জুম সহ Vivo T4 Ultra 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, 12GB পর্যন্ত RAM সহ এই ফোনের দাম কত জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo