Oneplus 13R ফোনে দেদার ছাড়, বিনামূল্যে মিলবে Buds 3 TWS ইয়ারবড, জানুন কোথায় চলছে ধামাকা অফার
OnePlus 13R সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে
Amazon সাইটে আজ 1 মে রাত 12টা থেকে শুরু হচ্ছে Great Summer Sale, যেখানে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে
গ্রাহকদের বিনামূল্যে OnePlus Buds 3 TWS ব্লুটুথ ইয়ারবড অফার করা হচ্ছে
OnePlus 13R সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। ওয়ানপ্লাস এর এই মিড বাজেট ফোনে বড় প্রাইস কট করা হয়েছে। Amazon সাইটে আজ 1 মে রাত 12টা থেকে শুরু হচ্ছে Great Summer Sale, যেখানে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া বিনামূল্যে OnePlus Buds 3 TWS ব্লুটুথ ইয়ারবড অফার করা হচ্ছে। এই ইয়ারবডের দাম 5499 টাকা। ওয়ানপ্লাস এর এই স্মার্টফোনের ডিল অ্যামাজন প্রকাশ করেছে।
SurveyOnePlus 13R ফোনের ভারতে দাম কত, ভ্যারিয়্যান্ট
ওয়ানপ্লাস 13আর ভারতে 42,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 8GB RAM+256GB, 12GB RAM+256GB এবং 16GB RAM+512GB স্টোরেজে আসে। এই ফোনের দুটি ভ্যারিয়্যান্টের দাম 44,999 টাকা এবং 51,999 টাকা। এই ফোনের দাম 3000 টাকা কম করে দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস 13আর ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হয়। সাথে ফ্রিতে 5499 টাকার OnePlus Buds 3 পাওয়া যাবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ নতুন Motorola Edge 60 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
ওয়ানপ্লাস 13আর ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13আর ফোনে 6.82-ইঞ্চির 1.5K Pro XDR ডিসপ্লে দেওয়া। ফোনে AMOLED ডিসপ্লে সহ 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13আর ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। যার সাথে 16GB+512GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে। এই ফোন Android 15 ভিত্তিক OxygenOS এ কাজ করে। পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13আর ফোনটি 6000mAh ব্যাটারি সহ আসে। শক্তিশালী ব্যাটারিকে চার্জ করতে এতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13আর ফোনে 50MP মেইন OIS ক্যামেরা দেওয়া। এর সাথে 50MP টেলিফটো এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ক্যামেরা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile