Price Cut: OnePlus Nord CE4 লঞ্চ হওয়ার আগেই OnePlus 12 5G হল সস্তা, জানুন নতুন দাম কত

Price Cut: OnePlus Nord CE4 লঞ্চ হওয়ার আগেই OnePlus 12 5G হল সস্তা, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

OnePlus 12 5G ভারতের বাজারে প্রায় দুই মাস আগেই লঞ্চ করা হয়েছে

দামের কথা বললে, স্মার্টফোনটি 64,999 টাকার শুরুর দামে কেনা যাবে

অনলাইন শপিং সাইট Flipkart -এ ওয়ানপ্লাস ফোনটি ছাড়ে বিক্রি করা হচ্ছে

OnePlus 12 5G ভারতের বাজারে প্রায় দুই মাস আগেই লঞ্চ করা হয়েছে। বাজারে আসার সাথে সাথেই সবচেয়ে বেশি ডিমান্ডিং স্মার্টফোনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। দামের কথা বললে, স্মার্টফোনটি 64,999 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে এখন প্রথমবার এই ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে।

আপনি যদি বেশ কিছুদিন ধরেই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন,তবে এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক কত সস্তা টাকায় ওয়ানপ্লাস ফোনটি কেনা যাবে।

আরও পড়ুন: OnePlus Nord CE4 5G: 100W ফাস্ট চার্জিং সহ আজ লঞ্চ হবে নতুন ওয়ানপ্লাস ফোন, জানুন কত হবে দাম

OnePlus 12 5G Price Cut

OnePlus 12 Camera details
স্মার্টফোনটি 64,999 টাকার শুরুর দামে কেনা যাবে

অনলাইন শপিং সাইট Flipkart -এ ওয়ানপ্লাস ফোনটি 1 শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ছাড়ের পর ফোনের দাম 64,066 টাকা হয় যাবে। এছাড়া, Citi ব্যাঙ্ক ক্রেডিট কার্ড EMI পেমেন্ট করলে 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া, HSBC ক্রেডিট কার্ড গ্রাহকরা EMI পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

OnePlus 12 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: ওয়ানপ্লাস ১২ ফোনে ডিসপ্লে হিসেবে 6.82-ইঞ্চি স্ক্রিন দেওয়া। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেটে কাজ করে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে Snapdragon 8 Gen 3 অফার করা হয়েছে।

OnePlus 12 5G
ওয়ানপ্লাস 12 ফোনে হ্যাসেলব্লাড ক্যামেরা প্রযুক্তি এবং নাইটস্কেপ এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার রয়েছে

সফ্টওয়্যার: ফোনটি OxygenOS সহ আনা হয়েছে, যা Android 14 আউট অফ দ্য় বক্সে চলে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 12 ফোনে হ্যাসেলব্লাড ক্যামেরা প্রযুক্তি এবং নাইটস্কেপ এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার রয়েছে। এতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 3X অপটিক্যাল জুম সহ 64 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: ফোনে পাওয়ার দিতে 5400mAh ব্যাটারি রয়েছে যা সারাদিন চলবে। এতে 100W SUPERVOOC এবং 50W AIRVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: OnePlus Ace 3V: Snapdragon 7+ Gen 3 চিপসেট, 16GB RAM সহ প্রথম স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo