OnePlus 11 5G Discount: 6000 টাকার ছাড় এবং ব্যাঙ্ক অফারে বাম্পার সস্তায় কিনুন ওয়ানপ্লাস প্রিমিয়াম ফোন

OnePlus 11 5G Discount: 6000 টাকার ছাড় এবং ব্যাঙ্ক অফারে বাম্পার সস্তায় কিনুন ওয়ানপ্লাস প্রিমিয়াম ফোন
HIGHLIGHTS

OnePlus সম্প্রতি ভারতের বাজারে তার লেটেস্ট ফোন Oneplus Nord CE 4 লঞ্চ করেছে

নতুন ফোন বাজারে আনার সাথেই কোম্পানি প্রিমিয়াম OnePlus 11 5G স্মার্টফোনর দাম কমিয়ে দিয়েছে

এই ফোনে আপনি প্রায় 6000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে

OnePlus সম্প্রতি ভারতের বাজারে তার লেটেস্ট ফোন Oneplus Nord CE 4 লঞ্চ করেছে। নতুন ফোন বাজারে আনার সাথেই কোম্পানি প্রিমিয়াম OnePlus 11 5G স্মার্টফোনর দাম কমিয়ে দিয়েছে। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনটি নতুন দামের সাথে অনলাইন শপিং সাইট Amazon এ লিস্ট করা হয়েছে। এই ফোনে আপনি প্রায় 6000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

বলে দি যে এই ডিভাইসটি ই-কমার্স সাইটে 54,999 টাকায় লিস্ট করা হয়েছে। এটি ফোনের আসল দাম থেকে 2000 টাকা কম। এছাড়াও ফোনে আরও ছাড় দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এতে অফার এবং ডিসকাউন্ট কী কী।

আরও পড়ুন: Realme 12X 5G: 8GB RAM সহ সস্তা রিয়েলমি ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 11,999 থেকে শুরু

OnePlus 115G এর অফার এবং ডিসকাউন্ট

OnePlus 11 5G available with huge discounts
এই ডিভাইসটি ই-কমার্স সাইটে 54,999 টাকায় লিস্ট করা হয়েছে

ওয়ানপ্লাস ফোনে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া ই-কমার্স সাইট এই ফ্ল্যাগশিপ ডিভাইসে 4,000 টাকার ডিসকাউন্ট কুপন অফার করছে। যা আপনি পেমেন্টের সময় সহজেই পেয়ে যাবেন। এই সমস্ত অফারের পর ফোনের দাম কমে 50,000 টাকা হয়ে যায়।

4000 টাকার কুপন ওয়ানপ্লাস 11 ফোনের 8GB RAM মডেলেই অফার করা হচ্ছে।

এছাড়াও, আপনি ফোনে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে 27,600 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

OnePlus 11 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

OnePlus 11 5G Price Cut
4000 টাকার কুপন ওয়ানপ্লাস 11 ফোনের 8GB RAM মডেলেই অফার করা হচ্ছে

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen1 চিপসেট অফার করা হয়েছে।

RAM এবং স্টোরেজ: ফোনে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে

ক্যামেরা: ওয়ানপ্লাস ১১ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ পেয়ার করা। সেলফির জন্য ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

আরও পড়ুন: Discount Offer: 8GB RAM সহ Lava Agni 2 5G ফোনে 4000 টাকার বাম্পার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo