REDMI NOTE 8 PRO ফোনটি 6 নভেম্বর ভারতে বিক্রি করা হবে

REDMI NOTE 8 PRO ফোনটি 6 নভেম্বর ভারতে বিক্রি করা হবে
HIGHLIGHTS

শাওমির রেডমি নোট 8 প্রো ফোন ভারতে 6 নভেম্বর বিক্রি করা হবে

আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে সেদিক দুপুর 12টার সময়ে বিক্রি করা হবে

আর এর সঙ্গে এই ফোনে স্ট্যান্ডার্ড ভার্সান 5 নভেম্বর বিক্রি করা হবে

শাওমির রেডমি নোট 8 প্রো ফোনটি খুব তাড়াতাড়ি বিক্রি করা হবে। আর এই ফোনটি 6 নভেম্বর দুপুর 12টার সময়ে অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে। আর এই ফোনটি কোম্পানি তাদের রেডমি নোট 8 সিরিজে লঞ্চ করেছে। আর এই ফোনটি মানে Redmi Note 8 Pro ফোনে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের দাম 14,999 টাকা। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর 8GB র‍্যামের অপশান পাবেন আর এদের দাম যথাক্রমে 15,999 টাকা আর 17,999 টাকা বলা হয়েছে।

আর এর সঙ্গে রেডমি নোট 8 ফোনটির স্ট্যান্ডার্ড ভার্সান 5 নভেম্বরে বিক্রি করা হবে আর এই ফোনটি 4GB র‍্যাম আর 6GB র‍্যামের দাম যথাক্রমে 9,999 টাকা আর 12,999 টাকা। আর এই ফোনটিও আপনারা একাধিক রঙে কিনতে পারবেন।

রেডমি নোট 8 য়ের স্পেক্স

Redmi Note 8 ফোনে আছে একটি 6.3 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আর এই ফোনে আছে p2i স্প্ল্যাশ প্রুফ কাটিং। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আছে কোয়াড ক্যামেরা আর এর একটি ক্যামেরা 48MP র আর একটি ক্যামেরা 8 মেগাপিক্সালের আর এর সঙ্গে আছে 2 মেগাপিক্সালের লেন্স। আর এই ফোনে ফ্রন্টে আছে একটি 13 মেগাপিক্সালের ক্যামেরা।

Redmi Note 8 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আছে আর এটি 4GB আর 6GB LPDDR4X  র‍্যাম আর 64GB আর 128GB র স্টোরেজের সঙ্গে আছে। আর এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে আর এর স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Redmi Note 8 Pro ফোনের স্পেক্স

Redmi Note 8 Pro ফোনটিতে 6.5 ইঞ্চির ডট নচ আছে। আর এই ফোনে আপনারা পাবেন একটি 64MP র মেন ক্যামেরা। আর ফোনে এর সঙ্গে আছে 8MP আর 2M[p আর 2MP র আর একটি ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 20MP র ক্যামেরা।

আমরা যদি ফোনের পার্ফর্মেন্সের দিকটি দেখি তবে এই ফোনে আছে মিডিয়াটেল হেলিও G90T। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 10 পাবেন। আর এই ফোনে আছে 6GB LPDDR4X র‍্যাম, 64GB আর 128GB UFS 2.1 স্টোরেজ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo