NUBIA RED MAGIC 3 ভারতে 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

27 জুন Nubia Magic 3 ফোনটি কেনা যাবে

এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে

NUBIA RED MAGIC 3 ভারতে 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে

ভারতে নুবিয়া তাদের লেটেস্ট গেমিং ফোন Red Magic 3 লঞ্চ করেছে চিনের পরে এটি ভারতে লঞ্চ হল। আর কোম্পানি তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nubia Red Magic 3 একটি গেমিং ফোন হিসাবে নিয়ে এসেছে এটি অ্যাক্টিভ কুলিং প্রযুক্তির আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 আছে। আর এই ফোনটি 8K রেকর্ডীং যুক্ত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনে একটি বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা তিনটি কালার অপশান পাবেন-ব্ল্যাক, রেড আর  Camouflage। আরএই ফোনটি আপনারা 27 জুন দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

NUBIA RED MAGIC 3 ফোনের ভারতে দাম

ভারতে এই ফোনটি  Camouflage কালার ভেরিয়েন্ট 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেল 8GB র‍্যাম আর 128GB স্টোরেজে 35,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 12GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টটি আপনারা 46,999 টাকায় কিনতে পারবেন।

NUBIA RED 3 ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে 6.6ইঞ্চির FHD+ HDR AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে আর এই ফোনটির কোম্পানির দাবি অনুসারে হিট ট্রান্সফার 500% পর্যন্ত হয়। আর কোম্পানি এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার দিয়েছে আর এই ফোনে অ্যাড্রিনো 640 গ্রাফিক আছে।

Redmi Magic 3 ফোনটি 30W কুইক চার্জিং যুক্ত আর এই ফোনে আপনারা 10 মিনিটের চার্জ করে এক ঘন্টার গেমিং করতে পারবেন। ফোনে 48MP র ক্যামেরা আছে আর ফোনের ফ্রন্ট ক্যামেরা 16MP আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo