HIGHLIGHTS
এই ফোন দুটি ক্যামেরা সেন্ট্রিক ফোন
Nubia M2, Z17 Mini ভারতে তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে. এই দুটি ফোন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন. এই স্মার্টফোন দুটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. মনে করা হচ্ছে যে এই স্মার্টফোন দুটি জনে ভারতে লঞ্চ করা হবে.
SurveyZ17 Mini একটি মিড রেঞ্জ স্মার্টফোন. এর দাম Rs.25,000 নিচে হবে বলে মনে করা হচ্ছে. তবে এর দাম কত হবে তা জানা যায়নি. তবে Nubia M2 র দাম Rs.30,000 এর কাছাকাছি হতে পারে.
এই দুটি ডিভাইস চিনে লঞ্চ হয়েগেছে. Z17 Mini তে 13MP ডুয়াল ক্যামেরা আছে. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 652 SoC আছে. এই ডিভাইসের ব্যাটারি 2950mAh এর.
Nubia M2 তে 13MP ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এই ডিভাইসের ব্যাটারি 3930mAh. এতে অ্যান্ড্রইয়েড মার্শমেলো 6.0.1 অপারেটিং সিস্টেম আছে। এই ফোনের ডিজাইন Nubia M2 Lite এর মতনই.