POCO F1ফোনটি 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমেছে

HIGHLIGHTS

POCO F1 য়ের 6GB ভেরিয়েন্টের দাম কমেছে

এবার এটি 17,999 টাকায় কেনা যাবে

তবে এই অফার লিমিটেড পিরিয়েডের জন্য

POCO F1ফোনটি 6GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমেছে

Xiaomi র পোকো ফোনটি গত বছর ভারতে 20,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটির দাম মাঝে একবার 1000 টাকা কমে 19,999 টাকা হয়েছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এবার এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম আরও একবার কমেছে। আর এবার এই ফোনটির দাম 2000 টাকা কমেছে। আর এই ফোনটি এবার আপনারা ফ্লিপকার্ট আর মি ডট কম থেকে 17,999 টাকায় কিনতে পারবেন।

আর আপনাদের এও বলে রাখি যে এই ফোনটির দাম লিমিটেড সময়ের জন্য কমেছে। আর এই ফোনটিতে আপনারা নতুন দাম  9 জুন পর্যন্তই কিনতে পারবেন। আর এই ফোনটি এর পরে আবার আগের দামেই কেনা যাবে।

ভারতে Redmi 20 আর Redmi 20 Pro ফোন দুটি লঞ্চ করা হবে আর মনে করা হচ্ছে যে এর মধ্যে ভারতে POCO2 ফোনটিও লঞ্চ করা হবে।

POCO F1 ফোনে অ্যান্ড্রয়েড 8.1 আছে আর এই ফোনে 6.18 ইঞ্চির ডিসপ্লেটি 2.5D কার্ভড গ্লাস যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আছে। আর এই ফোনটি লিকুইড কুলিং প্রযুক্তির সঙ্গে এসেছে।

এই ফোনে আপনারা 12মেগাপিক্সালের আর 5 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা আছে।

কেনাক্টিভিটিতে এই ফোনে 4G কানেশান আছে আর এই ফোনটিতে 3.5mm হেডফোন যুক্ত। ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo