HIGHLIGHTS
সাওমি তাদের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন Mi A2 র জন্য অ্যান্ড্রয়েড পাই বিটা আপডেট দিয়েছে
Xiaomi Mi A2 ফোনটি এই বছ্র লঞ্চ হওয়া সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের মধ্যে একটি। বেশ কিছু স্মার্টফোন তৈরির কোম্পানি নিজদের অ্যান্ড্রয়েড ওয়ান ফোনকে অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেটের ওপরে কাজ করছে, আর এবার সাওমি তাদের অ্যান্ড্রয়েড ওয়ান ফোনের বিষয়ে এরকম কিছু জানায়নি। তবে জানা গেছে যে কোম্পানি তাদের Mi A2 ফোনটির জন্য অ্যান্ড্রয়েড পাই আপডেট নিয়ে আসার জন্য কাজ করছে আর এবার Mi A2 ফোনটির জন্য অ্যান্ড্রয়েড পাই বিটা আপডেটও দেওয়া হচ্ছে।
Surveyঅ্যান্ড্রয়েড পাই বিটা কিছু ইউজার্সদের জন্য এসেগেছে আর এটি অ্যান্ড্রয়েড পাইয়ের অয়াডাপ্টিভ ব্যাটারি ফিচারের সঙ্গে আসবে। যে স্ক্রিনশটটি পাওয়া গেছে তা থেকে জানা গেছে যে ইউজার্সরা পুরনো নেগিভেশান সিস্টেম আর জেসচার নির্ভর নেগিভেশানের মধ্যে কোন একটি বাছতে পারবে।
এটি একটি স্টেবেল আপডেট নয় এর তাই এতে বাগ দেখা যেতে পারে। আর আ[নারা যদি OTA না পেয়ে থাকেন তবে আপনারা ম্যানুয়ালি এটি ইন্সটল করতে পারবেন। আশা করা হচ্ছে যে সাওমি অ্যান্ড্রয়েড ওয়ান ফোনের জন্য অ্যান্ড্রয়েড পাইয়ের স্টেবেলে আপডেট এই বছরের শেষের মধ্যে নিয়ে আসবে।