দাম কমল ভিভো Y93 র এবার 10,990 টাকায় পাওয়া যাবে

HIGHLIGHTS

Y93 ফোনের দাম কমল

Vivo Z1 Pro ফোনটি Vivo Z5X নামে লঞ্চ হবে

দাম কমল ভিভো Y93 র এবার 10,990 টাকায় পাওয়া যাবে

চিনের স্মার্টফোন কোম্পানি Vivo তাদের Y93 ফোনটির দাম আরও একবার কমিয়ছে। তিন মাস আগে এই ফোনের দাম কমেছিল আর এবার আরও একবার এই ফোনটির দাম কমল। ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্ট 11,990 টাকার বদলে এবার 10,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টটি 12,990 টাকার বদলে 11,990 টাকায় কেনা যাবে। আর এই এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টটি 13,990 টাকায় লঞ্চ করা হয়েছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ফোনের দাম কমার বিষয়ে মুম্বাইয়ের মহেশ টেলিকম জানিয়েছে। Vivo তাড়াতাড়ি ভারতে তাদের Z সিরিজের ফোন আনবে। আর এই ফোনটি সম্ভবত Vivo Z5x নামে লঞ্চ হওয়া চিনের ফোন হবে যা এখানে Vivo Z1 Pro নামে লঞ্চ করা হবে।

Vivo Y3 ফোনটির স্পেসিফিকেশান

এই ফোনটিতে আপনারা 6.2 ইঞ্চির দিসঅলে পাবেন যা 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত।

আর এই ফোনটিতে মানে Vivo Y93 ফোনটিতে মিডিয়াটেক হেলিও P22 চিপসেট আছে আর এই ফোনটি চিনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 য়ের সঙ্গে লঞ্চ হয়েছে। আর ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে।

আর এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপে 13+2MP ক্যামেরা পাবেন আর সেখানে এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 4,030mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo