HUAWEI Y9 PRIME 2019 অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পেল

HUAWEI Y9 PRIME 2019 অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পেল
HIGHLIGHTS

এই আপডেটের সাইজ 3.49GB

EMUI 10 য়ে এই আপডেটে আসছে অনেক কিছু

Huawei Y9 Prime 2019 ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পাচ্ছে যা নভেম্বর 2019 য়ের রিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে। লেটেস্ট নতুন অ্যানিমেশান, ডার্ক মোড, ইম্প্রুভড UI , ম্যাগাজিন স্টাউল লক স্ক্রিন ইত্যাদি আছে।

লেটেস্ট আপডেটের সাইজ 3.49GB আর এই ডিভাইসে এটি 10.0.0.159 ভার্সান নাম্বারের সঙ্গে এসেছে। আর আপনারা যদি Huawei Y9 Prime 2019 য়ের গ্রাহক হন তবে EMUI 10আপডেটের লিস্টিংয়ে গিয়ে অ্যাবাউট ফোনে গিয়ে আবার সিস্টেম আপডেটের জন্য দেখতে হবে।

EMUI 10 ফিচারে রাউন্ডেড UI আইকন, নতুন অ্যানিমেশান, মাল্টি স্ক্রিন UI, সিস্টেম ওয়াইড ডার্ক মোড, 1080P FHF ভিডিও কল, নিউ HiCar UI, স্মার্টফোন আর PC আর লার্জ টেক্সট ইত্যাদি আর গ্রিড স্পেস নেটিভ ইন্টার‍্যাকশান আছে। আর এই নতুন আপডেটে নতুন UI, EMUI 10 য়ের সঙ্গে আসবে।

Huawei Y9 Prime (2019) য়ে আপনাদের 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080×2340 রেজিলিউশানের। আর এতে কোম্পানির HiSilicon Kirin 710  চিপসেট আছে। আর এর সঙ্গে এটি Mali-G51 MP4 GPU যুক্ত। আর এই হুয়াওটে Y9 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হ্যছে। এর মধ্যে প্রথম ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের আর অন্যটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের। আর এর সঙ্গে এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি যা USB Type C পোর্ট যুক্ত।

Huawei Y9 Prime (2019) ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যা 16MP র প্রাইমারি ক্যামেরা, 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স আর 2MP র ডেপথ সেন্সার যুক্ত হবে। আর সেলফির জন্য এই ফোনে আছে একটি 16MP র ক্যামেরা।

Digit.in
Logo
Digit.in
Logo