স্যামসাংয়ের গ্যালাক্সি A50 ফোনে লেটেস্ট সফটোয়্যার আপডেট এল

স্যামসাংয়ের গ্যালাক্সি A50 ফোনে লেটেস্ট সফটোয়্যার আপডেট এল
HIGHLIGHTS

2019সালের আগস্ট অ্যান্ড্রয়ড সিকিউরিটি প্যাচ পেল Galaxy A50 ফোনটি

স্যামসাং গ্যালাক্সি A50 ফোনের আপডেটেড ফার্মওয়্যার ভার্সান A505FDDU2ASH3

আপডেটের সাইজ 320MB

Samsung Galaxy A50 ফোনটি এবার ভারতে লেটেস্ট আপডেট পাওয়া শুরু করেছে। রিপোর্ট অনুসারে এই ফোনের লেটেস্ট আপডেটে আগস্ট 2019 অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আছে। Tizen Help য়ের একটি রিপোর্ট অনুসারে এই আপডেটের সাইজ 320MB। আর এই আপডেটের মাধ্যমে এবার গ্রাহকরা এনহ্যান্সড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবে।

আর এর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে এই আপডেটের ফার্মওয়্যার ভার্সান A505FDDU2ASH3। আর মজার বিষয় এই যে এই আপডেটের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনের গ্রাহকরা এবার স্ন্যাপচ্যাটয় অ্যাপও পাবেন। আর আপনাদের জানিয়ে রাখি যে স্যামসাং গ্যালাক্সি নোট 10 ফোনটিতে আগস্ট 2019 য়ের সিকিউরিটি প্যাচ আপডেট ভারতে ফোন লঞ্চ হওয়ার আগেই পেয়েছে। আর গ্যালাক্সি Note 10 ফোনটি 23 আগস্ট থেকে বিক্রি করা হবে।

কোম্পানি আপডেট ওভার দ্যা এয়াররের মাধ্যমে রোল আউট করেছে। আর আপনারা যদি এই আপডেটের নোটিফিকেশান পেয়ে থাকবে তবে একবার আপনাদের সেটিংসে গিয়ে আপডেট চেক করতে হবে। আর চেনলগ অনুসারে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনের আপডেট ভাল ফিঙ্গারপ্রিন্ট রেকগজেশান পার্ফর্মেন্সের সঙ্গে আসবে আর এই ফোনে স্টেবিলিটি আসবে। আর এর সঙ্গে আপনারা ডিভাইসে সিকিউরিটিও আগে পাবেন। আর বাকি বাগ কোম্পানি এই আপডেটের সঙ্গে ফিক্স করেছে।

স্যামসাং গ্যালাক্সি A50 ফোনের দাম

দামের ক্ষেত্রে এই Galaxy A50 ফোনট আপনারা 18,490 টাকায় পাওয়া যাবে আর এটি এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB/64GB । আর এই ফোনের অন্য ভেরিয়েন্টটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজে 21,490 টাকায় কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo