HIGHLIGHTS
8000 টি রিটেল স্টোরের সঙ্গে Relame র চুক্তি
কোম্পানির এন্ট্রি লেভেল ফোন Relame C2
রিয়েলমির এন্ট্রি লেভেল ফোন রিয়েলমি C2 এত দিন পর্যন্ত শুধু ফ্ল্যাশ সেলেই পাওয়া যেত। আর এবার এই ফোনটি অফলাইনেও কেনা যাবে। এই ফোনটির জন্য কোম্পানি 8000 টি অফলাইন স্টোরের সঙ্গে পার্টনার্শিপ করেছে।
Surveyআপনাদের বলে রাখি যে ইএ ফোনটি ভারতে মে মাসে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটি এত দিন ফ্লিপকার্ট আর রিয়েলমির অফলাইন স্টোরেই কেন যেত।
এই ফোনটি মানে Relame C2 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 2GB র্যামের দাম 5,999 টাকা আর এই ফোনের 3GB/32GB র দাম 7,999 টাকা করা হয়েছে।
এই ফোনে আপনারা 6.1 ইঞ্চির ডিউড্রপ নচ পাবেন আর এই ফোনে HD+ রেজিলিউশান আছে। আর এছাড়া এই ফোনে 12nm মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
আর এর সঙ্গে এই ফোনের সফটোয়্যারের বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা কালার OS য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপে 13MP+2MP ক্যামেরা আছে।
আর এছাড়া এই ফোনে আপনারা একটি 5 MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে ট্রিপেল সিম স্লট দেওয়া হয়েছে। ফোনটি AI ফেসিয়াল আনলজ ফিচার যুক্ত।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।