4G আর 5G সাপোর্টের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X55 5G লঞ্চ হল

4G আর 5G সাপোর্টের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X55 5G লঞ্চ হল
HIGHLIGHTS

স্ন্যাপড্র্যাগন X50 মোডেমে আপনারা 4G আর 5G র একটি চিপ পাবেন, 5G Standalone স্পেসিফিকেশানের সঙ্গে 7Gbps স্পিডে এতে পাওয়া যাচ্ছে, আর সেখানে স্ন্যাপড্র্যাগন X55 5G যুক্ত প্রথম ডিভাইস 2020 সালে স্যামসাং নিয়ে আসবে

হাইলাইট

  • Sanpdragone X55 কোম্পানির সেকেন্ড জেনারেশানের 5G মোডেম
  • 2020 সালে এই প্রসেসারের সঙ্গে প্রথম ফোন আসবে
  • Snapdragone X55 4G আর 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে

 

Xiaomi Mi Mix 3 5G, Huawei Mate X, Samsung Galaxy S10 য়ের মতন প্রথম জেনারেশানের 5G ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X50 5G মোডেম নিজের জায়গা বানিয়েনিয়েছে আর এবার কোয়াল্কম ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে গেছে। চিপসেট ডিজাইনার এবার Snapdragon X55 5G র কথা ঘোষনা করে দিয়েছে যা 5G মোডেমের দ্বিতীয় জেনারেশান আর Snapdragone X50 র পরবর্তী জেনারেশানে। কোয়াল্কম বলেছে যে এই মোডেমটি স্যাম্পেলিং Q2 2019 য়ের শুরু হবে আর এ রস্নগে এর সঙ্গে প্রথম ডিভাইস 2020 সালে আসবে।

Snapdragon X50 তে আপনারা 4G/5G র একটি চিপ পাবেন আর এই চিপ 7Gbos স্পিডের সঙ্গে 5G স্ট্যান্ডলোন সাপোর্ট করে। 5G চিপ 5G কানেক্টিভিটিকে mmWave আর sub-6GHz স্প্রেক্ট্রাম সাপোর্ট করে আর এর সঙ্গে অথেন্টিকাল স্পিড 3Gbps আপলোডের সঙ্গে 5Gps থেকে 7Gps।

Snapdragon X55 য়ে আপনারা 4G/5G সাপোর্ট পাবেন। আর আপনাদের বলে রাখি যে এই চিপ 5G স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশানের সঙ্গে ভাল অ্যান্টেনা যুক্ত। আর এবার 5G ইনফাস্ট্রাকচার 5G ন্যানো Standalone (NSA) স্পেসিফিকেশান নির্ভর।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo