HIGHLIGHTS
Nokia 3 OTA র মাধ্যমে এই আপডেট পাবে
এই আপডেটের ভার্সান নাম্বার V5.120
সম্প্রতি Nokia 3.1 আর Nokia 3.1 Plus মোবাইল ফোনের জন্য HMD গ্লোব্লা তাদের অ্যাণ্ড্রয়েড পাই আপডেট এনেছিল আর এবার এই আপডেট কোম্পানি তাদের Nokia 3 ফোনে দেবে আর এই আপডেটের ভার্সান নাম্বার V5.120 । আর এই ফোনটির এই আপডেট OTA র মাধ্যমে আসবে। আর এর মানে এই যে এই আপডেট আসতে এখনও কিছু দেরি আছে।
Surveyআপনাদের জানিয়ে রাখি যে Nokia 3 ফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আহে আর এটি মিডিয়াটেক 6737 SOC যুক্ত। আর এই ফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজ আছে আর এই ফোনে 2650mAh য়ের ব্যাটারিয়া ছে আর ফোনে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে এসেছে।
Nokia 3.2 ফোনে 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এটি 720×1520 পিক্সাল রেজিলিউশান অফার করে। আর ফোনের ডিসপ্লের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।
ফোনে স্ন্যাপড্র্যাগন 429 প্রসেসার দেওয়া হয়েছে যা অ্যাড্রিনো 504 GPU যুক্ত। আর এই ফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজ আছে আর এর আরও একটি ভেরিয়েন্ট 3GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে।
ফোনে 4000mah য়ের ব্যাটারি আছে আর সঙ্গে 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা যুক্ত আর এই ফোনে একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।