LG র এই ফ্ল্যাগশিপ ফোনটির ওপর 13 হাজার টাকার ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

LG র এই ফ্ল্যাগশিপ ফোনটির ওপর 13 হাজার টাকার ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

LG G7 ThinQ স্মার্টফোনে এবার 27,999 টাকার ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এই অফারের সঙ্গে এক্সচেঞ্চ অফারও পাওয়া যাচ্ছে

হাইলাইট

  • Axis ব্যাঙ্কের EMI তে 5% ছাড়
  • ভারতে 39,990 টাকায় লঞ্চ হয়েছিল ফোনটি
  • কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট যুক্ত ফোন

 

LG তাদের ফ্ল্যাগশিপ ফোন LG G7 Thing Q ভারতে 2018 সালে লঞ্চ করেছিল। এই ফোনটির ভারতে 39,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটির ওপর এখন একটি বড় রকমের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।

LG G7 ThinQ ফোনটি আপনারা ফ্লিপকার্টে মাত্র 27,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে অ্যাক্সিস ব্যাঙ্কের EMI য়ের মাধ্যমে কেনাকাটা হলে আপনারা 5% পর্যন্ত মানে 1,000 টাকার ডিস্কাউন্ট পাবেন। আর এর পড়ে আপনারা এই ফোনটি 26,999 টাকায় কিনতে পারবেন। আর শুধু তাই না নিজের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করার অপশানও আছে। এক্সচেঞ্জে আপনারা 18,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারে।। আর আপনাদের বলে রাখি যে ই কমার্স ওয়েবসাইট ফিল্পকার্টে চলতে থাকা Flipkart Mobile Bonanza সেলে ইউজার্সরা এই অফার পাবেন। এই অফারটি 28 মার্চ পর্যন্ত পাওয়া যাবে।

LG G7 ThinQ ফোনটির স্পেসিফিকেশান

LG G7 ThinQ ফোনটি IP68 সার্টিফায়েড যুক্ত। এই ফোনে আপনারা 6.1 ইঞ্চির ফুলভিজান সুপার ব্রাইট ডিসপ্লে QHD+(3120x1440p) রেজিলিশানের আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে। আর এই ফনে 64GB স্টোরেজের সঙ্গে 4GB LPDDR4 র‍্যাম আছে। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ক্যামেরার ক্ষেত্রে এই LG G7 ThinQ ফোনে আপনারা 16 মেগাপিক্সলাএর সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 16 মেগাপিক্সলাএর সেকেন্ডারি লেন্স পাবেন। আর এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনে 3,000mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo