Honor 10 Lite স্মার্টফোনটি এবার ভারতে অফলাইনেও কেনা যাচ্ছে

Honor 10 Lite স্মার্টফোনটি এবার ভারতে অফলাইনেও কেনা যাচ্ছে
HIGHLIGHTS

Honro 10 Lite ফোনটি সাফায়ার ব্লু আর স্কাই ব্লু কালারে পাওয়া যাচ্ছে

Honor 10 Lite ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে এত দিন শুধু অনলাইনেই কেনা যেত আর এবার এই ফোনটি অফলাইনেও কেনা যাচ্ছে। তবে এবার কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি মানে Honor 10 Lite ফোনটি ভারতে অফলাইনেও কেনা যাবে। আর এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে সাফায়ার ব্লু আর স্কাই ব্লু কালারে মাত্র 17,999 টাকায় কেনা যাবে।

Honor 10 Lite ফোনটির ফিচার্স আর স্পেসিফিকেশান

Honor 10 Lite ফোনটি অক্টা কোর HiSilicon 710 প্রসেসার যুক্ত। Honor 10 Lite ফোনে GPU Turbo 2.0 আছে যা গ্রাফিক্স পার্ফর্মেন্স আর অভিজ্ঞতাতে 60% পর্যন্ত বুস্ট করতে পারে। আর এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.0 তে কাজ করে।

এই ফোনে 6.21 ইঞ্চির IPC LCD ফুল HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 2280×1080 পিক্সাল আর এর অ্যাসেপক্ট রেশিও 19:5:9 আর স্ক্রিন টু বডি রেশিও 91%। আর এই স্মার্টফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে আর এর দাম 13,999 টাকা আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা।

এই ডিভাইসের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়ায় হেয়ছে আর সেখানে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। আর এই ফোনের ক্যামেরা সেটআপে একটি 13MP আর একটি 2MP র সেন্সার আছে। আর এই ক্যামেরা সেটআপে AI স্টেবিলাজেশান (AIS) সুপার নাইট শট, ফিচার আছে আর যা হুয়াওয়ের গুগল নাইট সাইটের ভার্সান আর যা কম আলোতে ভাল ছবি তোলে। Honor বলেছে যে এই ক্যামেরা 22টি সিন চিনতে পারে।

ফ্রন্ট ক্যামেরার ডিসপ্লের টপে দেওয়া ডিউড্রপ নচে ক্যামেরা আছে। আর এটি 8 টি সিন চিনতে পারে আর এটি AI গ্রাফাইজ সাপোর্ট করে। আর এর সঙ্গে AI পাওয়ার্ড বিউটি এফেক্ট অপশান আর 3D পোট্রেড আছে। আর এই ফোনটি 3,400mAh য়ের ব্যাটারি যুক্ত।

Digit.in
Logo
Digit.in
Logo