প্রকাশ্যে এল Nothing Phone 3 এর লঞ্চ তারিখ, এই দিন ভারতে এন্ট্রি নেবে পাওয়ারফুল নাথিং ফোন

প্রকাশ্যে এল Nothing Phone 3 এর লঞ্চ তারিখ, এই দিন ভারতে এন্ট্রি নেবে পাওয়ারফুল নাথিং ফোন

অবশেষে নাথিং কোম্পানি তার আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Nothing Phone 3 এর লঞ্চিং নিশ্চিত করে দিয়েছে। আপকামিং নাথিং ফোন ৩ আগামী জুলাই 2025 সালে ভারতে আসতে চলেছে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি। কোম্পানির CEO Carl Pei আপকমিং ফোনের লঞ্চিং নিশ্চিত করার পাশাপাশি কিছু টিজারও প্রকাশ করেছে।

সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) লিস্টিং থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে আপকামিং নাথিং ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে এন্ট্রি করতে চলেছে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ realme GT 7T কত টাকায় ভারতে আসবে, লঞ্চের আগেই লিক হল আপকামিং রিয়েলমি ফোনের দাম এবং স্পেক্স

Nothing Phone 3 ভারতে কবে হবে

Nothing Phone 3 price and Features leaked

পোস্টের অনুযায়ী, এই ফোনটি 3 জুলাই লঞ্চ করা হবে। সম্প্রতি কোম্পানির সিইও আপকামিং নাথিং ফোন 3 এর দাম সম্পর্কে জানিয়েছে। এই ফোন 800 পাউন্ড যার মানে 90,000 টাকা দামে আসতে পারে।

নাথিং ফোন 3 তে কেমন হবে স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 এর ডিজাইনে বড় আপগ্রেড দেখা যেতে পারে। এই ফোনের ব্যাকে OnePlus 12 এর মতো সার্কুলার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনের পিছনে আইকনিক Glyph ইন্টারফেস পাওয়া যাবে, যা গ্রাহকদের কলিং, মেসেজ এবং বাকি নোটিফিকেশন আসলে আলার্ট করবে।

ডিসপ্লে হিসেবে স্মার্টফোনে 6.77 ইঞ্চির AMOLED LTPO ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3000 পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করতে পারে। এতে 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই ফোন 5000mAh ব্যাটারি এবং 50W ওয়্যারড সহ 20W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ আসতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন 3 তে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে তিনটি লেন্স 50 মেগাপিক্সেলের হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: 12 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Google Pixel 9 ফোন, এই ডিল মিস করা যাবে না

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo