Nokia 6 (2017) ফোনটি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পেল

HIGHLIGHTS

HMD Global Nokia 6(2017) ফোনটির জন্য অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট দিয়েছে,কোম্পানি টুইট করে এই বিষয়টি জানিয়েছে

Nokia 6 (2017) ফোনটি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পেল

HMD Global নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য দু বছর ধরে সময়ে সময়ে আপডেট দেবে বলেছিল আর কোম্পানি তাই করছে। আর এবার কোম্পানি Nokia 6 ফোনটি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ফিনল্যান্ডের কোম্পানি HMD Global MWC 2017 য়ে নোকিয়ার প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল। আর এই লাইনআপে Nokia 6 ফোনটিও ছিল যা স্টক অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে লঞ্চ করা হয়েছিল। আর এবার কোম্পানি Nokia 6 য়ের জন্য শেষ ফার্ম্ওয়্যার আপগ্রেড করেছে। HMD র চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas টুইট করে নিজের অ্যাকাউন্টে এই আপডেটের কথা জানিয়েছেন। আর টুইটে লেখা ছিল,” দু বছর পর্যন্ত নিজেদের অ্যান্ড্রয়েড আপডেট পালন করে Nokia 6 (2017) অ্যান্ড্রয়েড 9 পাইয়ের অফিসিয়াল আপডেট পেয়েছে। আর নোকিয়া ফোন সময়ের সঙ্গে সঙ্গে আরও স্মার্ট হচ্ছে”।

Nokia 6 (2017)ফোনের জন্য অ্যান্ড্রেয়েড 9 পাই OTA আপডেট দেওয়া হয়েছে। আর এবার নিজেদের ডিভাইসে এই আপডেট চেক করতে চাইলে এই ফোনের সেটিংসে গিয়ে আপডেট চেক করতে পারবেন। আর এই মিড রেঞ্জ Nokia 6 স্মার্টফোনটি 2017 সালে 14,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর পরে এই ফোনটির জায়গায় কোম্পানি Nokia 6(2018) Nokia 6.1 নামে লঞ্চ করেছে।

Nokia 6 স্মার্টফোনে 5.5 ইঞ্চির ফুল HD 2.5D স্ক্রিন, কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ আছে আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায় আর এই স্মার্টফোনে 3000mAh য়ের ব্যাটারি আছে।

Nokia 6 স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার সেন্সার দেওয়া হয়েছে আর সেখানে এই ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা আছে আর দুটি ক্যামেরাই f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনটি কানেক্টিভিটির জন্য USB 2.0 পোর্ট, ফ্রন্টে রেয়ার সেন্সার, ডুয়াল স্টিরিও স্পিকার্স আর ডল্বি অ্যাটমস অডিও এনহেন্সমেন্ট দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo