স্যামসাং, নোকিয়া সহ এই মোবাইল ফোনগুলো হয়ে গেল সস্তা, নতুন দাম জেনে নিন

স্যামসাং, নোকিয়া সহ এই মোবাইল ফোনগুলো হয়ে গেল সস্তা, নতুন দাম জেনে নিন
HIGHLIGHTS

SAMSUNG GALAXY NOTE 10 LITE ফোনের দাম এখন আপনার বাজেটের মধ্য়ে

ওয়ানপ্লাস 7T ফোন কেনার দারুন সুযোগ

স্মার্টফোনের দাম কমে হয়ে গেল সস্তা

ভারতীয় স্মার্টফোন বাজারে নিত্য় নতুন স্মার্টফোন হাজির হচ্ছে। কিছু ফোন আপনার বাজেটের মধ্য়, আবার কিছু ফোনের দাম খুব বেশী। সম্প্রতি কয়েকটি স্মার্টফোন কোম্পানি তাদের ফোনের দাম হুঁ হুঁ করে বাড়িয়ে দেয়। যার ফলে কম দামি ফোনও হয়ে যায় এখন দামি। অন্য় দিক ভারত সরকার ১ এপ্রিল থেকে মোবাইল ফোনের উপর GST রেট ১২ শতাংশে থেকে বাড়িয়ে ১৮ শতাংশে করে দেয়। এর পর থেকে অনেক মোবাইল কোম্পানিরা তাদরে ফোনের দাম বাড়িয়ে দেয়।

স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে বাজেট কম? তবে কিছু এমনও স্মার্টফোন বাজারে রয়েছে যাদের দাম কিছুদিন আগে কমিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে স্য়ামসাং, ওপ্পো, ভিবো এবং নোকিয়ার ফোন, যার সম্প্রতি দাম কমে গিয়েছে।

SAMSUNG GALAXY NOTE 10 LITE

স্য়ামসাং গ্যালাক্সি নোট 10 লাইট ফোনের দাম আগে 41,000 টাকা ছিল তবে এখন এর দাম কমে 37,999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 6GB জিবি র‌্যাম ভেরিয়েন্ট পাওয়া যায়। এছাড়া গ্যালাক্সি নোট 10 লাইটের 8GB ভেরিয়েন্টের দাম 43,100 টাকা থেকে কমিয়ে 39,999 টাকা করা হয়েছে।

OPPO F15

Oppo F15 ফোনের দামে 3000 টাকা কম করা হয়েছে। এই ফোনটি 8GB র‌্যাম এবং 128GB স্টোরেজ সহ আসে এবং লঞ্চের সময় এই ফোনটির দাম ছিল 21,990 টাকা, এখন এটির দাম কমিয়ে 18,990 টাকা হয়েছে।

VIVO S1 PRO

ভিবো S1 প্রো ফোনের দাম আগে 20,990 টাকা ছিল, তবে এখন ফোনের দাম কমে এইটা 19,990 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটি আপনি মিস্টিক ব্ল্যাক, জাজি ব্লু এবং ড্রিমি হোয়াইট কালারে কিনতে পারবেন। 

NOKIA 2.3

নোকিয়া 2.3 গত বছর বাজারে লঞ্চ হয়েছিল। ফোনের 2GB র‌্যাম এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,199 টাকা থেকে কমিয়ে 7,199 টাকা করা হয়েছে। ফোনটিতে এইচডি + ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে 4,000 এমএএইচ ব্যাটারিও রয়েছে।

ONEPLUS 7T

যদি আপনি ওয়ানপ্লাসের ফোন কিনতে চান তবে আপনার কাছে রয়েছে দারুন সুযোগ। OnePlus 7T ফোনের দাম আগেও কমিয়ে দেওয়া হয়েছিল এবং এখন আরেকবার এই ফোনের দাম কম করা হয়েছে। ডিভাইসটির 8GB র‌্যাম এবং 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা, 8GB র‌্যাম এবং 128GB স্টোরেজটির দাম 34,999 টাকা রাখা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo