Nokia C20 Plus ভারতে লঞ্চ, দাম মাত্র 8999 টাকা, ফোনে রয়েছে বড় ব্যাটারি

Nokia C20 Plus ভারতে লঞ্চ, দাম মাত্র 8999 টাকা, ফোনে রয়েছে বড় ব্যাটারি
HIGHLIGHTS

Nokia-C সিরিজে সংস্থা Nokia C20 Plus, Nokia C30 এবং Nokia C01 Plus লঞ্চ করার ঘোষনা করেছে

নোকিয়া সি20 প্লাসের 2 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 8,999 টাকা

Jio অফারের আওতায় Nokia C20 Plus ফোন 1000 বা 10 শতাংশ ছাড়ের সাথে নেওয়া যেতে পারে

HMD Global সোমবার ভারতে তার নতুন C-Series এর স্মার্টফোন লঞ্চ করেছে। Reliance Jio-র সাথে হাত মিলিয়ে কোম্পানি এই ফোনগুলি বিশেষভাবে লঞ্চ করেছে। সস্তা দামের Nokia-C সিরিজে সংস্থা Nokia C20 Plus, Nokia C30 এবং Nokia C01 Plus লঞ্চ করার ঘোষনা করেছে। নোকিয়া সি20 প্লাস যেখানে আজ থেকে সারা দেশে কেনা যাবে। তবে নোকিয়া সি30 এবং নোকিয়া সি01 প্লাস শীঘ্রই উপলব্ধ করা হবে।

Nokia C20 Plus: দাম এবং বিক্রি

নোকিয়া সি20 প্লাসের 2 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 8,999 টাকা এবং 3 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 9,999 টাকা। ফোনটি আজ থেকে সারা দেশের অফলাইন রিটেল স্টোর্স, জিও স্টোর, অনলাইন শপিং ওয়েবসাইট এবং নকিয়া ডটকম থেকে কেনা যাবে। হ্যান্ডসেটটি ওশান ব্লু এবং ডার্ক গ্রে রঙে কেনা যাবে।

এর পাশাপাশিই, এক্সক্লুসিভ জিও অফারের আওতায় ফোনটি 1000 বা 10 শতাংশ ছাড়ের সাথে নেওয়া যেতে পারে। এছাড়া JioExclusive প্রোগ্রামের অধীনে 4,000 টাকার অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে। এই অফারের আওতায়, আপনি PharmEasy-তে সমস্ত ওষুধে 1000 টাকা, Myntra এ 500 টাকা, MakeMyTrip এর মাধ্যমে প্রথম ফ্লাইট বুকিংয়ে 1,500 টাকা এবং OYO তে 1,000 টাকা ছাড় পাবেন।

নোকিয়া নতুন ফোনের সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিয়েছে। অর্থাৎ, যদি 1 বছরের মধ্যে ফোনে কোনও ধরণের হার্ডওয়্যার খারাব হয়, তবে কোম্পানি পুরানো ফোনটিকে নতুন ফোন দিয়ে রিপ্লেসমেন্ট করবে।

Nokia C20 Plus: স্পেসিফিকেশন এবং ফিচার

নোকিয়া সি20 প্লাস স্মার্টফোন তৈরিতে পলিকার্বোনেট বডি ব্যবহার করা হয়েছে। কোম্পানি নতুন স্মার্টফোনে 2 বছরের জন্য অ্যান্ড্রয়েড ওএস এবং 3 বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করা হয়েছে।

Nokia C20 Plus-এ 6.5 ইঞ্চি HD+ স্ক্রিন রয়েছে। ফোনে 1.6 GHz অক্টা-কোর SC9863a প্রসেসর রয়েছে। ফোনে 2 জিবি RAM এবং 3 জিবি RAM বিকল্প রয়েছে। হ্যান্ডসেটটিতে 32 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনে 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা সহ 2 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে পোর্ট্রেট মোড, এইচডিআর এবং বিউটিফিকেশনের মতো ক্যামেরা মোডের সাথে আসে। ফোনে কানেক্টিভিটির জন্য, Wi-Fi 802.11 b / g / n, Bluetooth 4.2, GPS / A-GPS, ambient light sensor, proximity sensor এবং accelerometer এর মতো সেন্সর দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার দিতে, একটি শক্তিশালী 4950mAh ব্যাটারি রয়েছে। এটি ছাড়াও একটি মাইক্রো-ইউএসবি এবং 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে। ফোনটির ওজন 204.7 গ্রাম এবং মাত্রা 165.4 x 75.85 x 9.35 মিলিমিটার। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 11 গো এডিশনের সাথে আসে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo