Nokia 8.1 য়ের সঙ্গে Honor View 20 ফোনটির স্পেক্সের তুলনা

Nokia 8.1 য়ের সঙ্গে Honor View 20 ফোনটির স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

ভারতে আজ 6 ফেব্রুয়ারি Nokia 8.1 ফোনটির সেল হবে আর এই ফোনের দাম 29,999 টাকা আর আজকে এই ফোনের সঙ্গে আমরা Honor য়ের সদ্য লঞ্চ হওয়া ডিভাইস View 20 ফোনের তুলনা করব

Nokia তাদের Nokia 8.1 ফোনটি ভারতে আজ আনছে। আর এই প্রথমবার এই ফোনটি ভারতে কেনা যাবে। আর এই ফোনে 20MP র সেলফি ক্যামেরা আছে যা 6.18 ইঞ্চির FHD+ প্রিভিউ ডিসপ্লে যুক্ত হবে। আর সেখানে এই ফোনটির সঙ্গে আমরা আজকে Honor View 20 ফোনের তুলনা করব যা ভারতে 37,999 টাকায় কেনা যায়। আর কোম্পানির তরফে এটি প্রথম ডিভাইস যা 48MP র ক্যামেরার সঙ্গে এসেছে। আর আসুন এবার এই দুটি ফোনের তুলনা করে দেখা যাক।

Honor View 20 ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির ডিসপ্লে 2310×1080 পিক্সালের পাবেন আর। আর এই ফোনে সেলফি ক্যামেরা পাঞ্চ হোল ডিজাইনের। আর এই ফোনটি এর জন্য প্রায় বেজেল লেস ফোন। আর অন্য দিকে Nokia 8.1 ফোনে হনারের ছোট স্ক্রিন 6.18 ইঞ্চির ডিসপ্লে 1080×2340 পিক্সালের।

আমরা যদি প্রসেসারের বিষয়ে কথা বলি তবে Honor View 20 ফোনে আপনারা লেটেস্ট কিরিন 980 অক্টা কোর প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর সেখানে Nokia 8.1 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার দেওয়া হয়েছে আর এর সঙ্গে ইউজার্সরা 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল মেমারি পাবেন।

আর আমরা যদি ক্যামেরা সেটআপের দিকটি দেখি তবে Nokia 8.1 ফোনে আপনারা 20MP র সেলফি ক্যামেরা পাবেন আর যা ডুয়াল 12MP+13MP র সঙ্গে এসেছে। আর Honor View 20 ফোনে আপনারা 48MP আর সেন্সার আর TOF 3D সেন্সার পাবেন। আর এতে 25MP ইউনিটের ফ্রন্ট দেওয়া হয়েছে।

Nokia 8.1 ফোনটি আজ থেকে অ্যামাজনে কেনা যাবে। আর Honor View 20 ফোনটি অ্যামাজন  থেকে 37,999 টাকায় কেনা যায়।

Digit.in
Logo
Digit.in
Logo