NOKIA 8.2 5G ফোনে স্ন্যাপড্র্যাগন 735 থাকতে পারে

NOKIA 8.2 5G ফোনে স্ন্যাপড্র্যাগন 735 থাকতে পারে
HIGHLIGHTS

Nokia 8.2 5G মিড রেঞ্জের ডিভাইস হবে

ফোনের সম্ভাব্য দাম $500

নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন কোম্পানি HMD Global 5G স্প্রেক্ট্রামের সঙ্গে ফ্ল্যাগশিপ পার্ফরমেন্স অফার করার জন্য 5G কেপেবিলিটিতে কাজ করে। আর NokiaPowerUser য়ের কাছে জানা গেছে যে পরবর্তী Nokia 8.2 কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 735 চিপসেট যুক্ত হবে। আর একটি মিড রেঞ্জের ফোন হলেও Nokia 8.2 5G  দামের তুলনায় ভাল পার্ফম করবে।

স্ন্যাপড্র্যাগন 735 এর জায়গা নেবে পরবর্তী SD865 য়ের নিচের চিপসেট হবে যা পরের জেনারেশানের চিপসেট হবে আর 2020 সালের মধ্যে আসবে। আর এই লিক যদি সত্যি হয় তবে HMD আর কোয়াল্কম একসঙ্গে তাদের 5G মিড রেঞ্জ স্মার্টফোনের কথা জানিয়েছিল যা স্ন্যাপড্র্যাগন 7 সিরিজের। আর SOC আপগ্রেড AI ইঞ্জিন আছে যা 7nm প্রসেসারে তৈরি হবে।

রিপোর্ট থেকে জানা গেছে যে  Nokia 8.2 5G ফোনের তিনটি ভেরিয়েন্ট আসবে যার মধ্যে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ , 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ থাকবে।  Nokia 8.2 5G কোম্পানির প্রথম ফোন হবে যা 8GB র‍্যামের সঙ্গে আসবে। আর এর আগের লিক অনুসারে এই ফোনে হাই স্ক্রিন বডি টু বডি রেশিও, পপ-আউট সেলফি ক্যামেরা আর 64MP র কোয়াড ক্যামেরা থাকবে।

HMD গ্লোবাল 2020 সালের ফ্রব্রুয়ারিতে বার্সেলোনার টেক ট্রেড শো বা MWC তে 8.2 5G নিয়ে আসতে পারে। আর গুজব অনুসারে এই ফোনের দাম $500 হতে পারে। আর এই বিষয়ে এও অনুমান করা হচ্ছে যে এই ফোনটি LTE ওনলি ভার্সান হিসাবে আসতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo