HMD গ্লোবাল তাদের Nokia 7 Plus ফোনটির জন্য লেটেস্ট অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট নিয়ে এসেছে, আর এর মাধ্যমে কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার এক্ত্যি টুইট করেছেন
HMD গ্লোবাল তাদের দাবি অনুসারে তাদের ফোন Nokia 7 Plus য়ের জন্য অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট নিয়ে এসেছে। কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার টুইট করে এই বিষয়ে জানিয়েছেন। আর এই আপডেট সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়ে Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus লঞ্চ করার পরে এই আপডেট একটু দেরিতে এসেছে। আর এবার কোম্পানি Nokia 7 Plus য়ের জন্য অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সেটেবেল আপডেট দিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Juhi Sarvikas জানিয়েছেন জে এই আপডেট ফেজ ম্যানারে আসবে আর এটি কমপ্লিট সেল আউট হবে। Nokia 7 Plus য়ের জন্য দেওয়া অ্যান্ড্রয়েড 9 পাইইয়ের সেটেবেল আপডেটের সাইজ 1271.3MB।