15,999 টাকা দামে লঞ্চ হল Nokia 6.1 Plus

15,999 টাকা দামে লঞ্চ হল Nokia 6.1 Plus
HIGHLIGHTS

কোম্পানি Nokia 5.1 Plus স্মার্টফোনের বিষয়ে কিছু জায়ানি, এই ডিভাইসটির দাম সেপটেম্বর মাসে এর বিক্রি শুরু হলে জানা যাবে

বেশ কয়েক মাসের প্রতীক্ষার পড়ে HMD গ্লোবাল শেষ পর্যন্ত তাদের Nokia 6.1 Plus স্মার্টফোনটি ভারতে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি এর সঙ্গে তাদের Nokia 5.1Plus স্মার্টফোনটিও লঞ্চ করেছে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ডিভাইসটি একটি গ্লাস বডির ডিভাইস আর এটি অ্যান্ড্রয়েড ওয়ান সফটোয়্যার যুক্ত।

দাম আর উপ্লব্ধতা

HMD ভারতে Nokia 6.1 Plus স্মার্টফোনটি 15,999 টাকায় লঞ্চ করেছে। আর এই স্মার্টফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। আর এর সঙ্গে কোম্পানি Nokia 5.1 Plus স্মার্টফোনের দামের বিষয়ে কিছু জায়নায়নি, এই ডিভাইসটির দাম সেপটেম্বর মাসে ফোনটি বিক্রির সময়েই জানা যাবে।

HMD এই ইভেন্টে ফ্লিপকার্টের সঙ্গে চুক্তি করে জানিয়েছে যে এই দুটি নোকিয়া ফোন এক্সক্লিউশিভ ভাবে ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আর এই দুটি স্মার্টফোন Nokia.com/phones আর ফ্লিপকার্টে কেনা যাবে আর Nokia 6.1 Plus স্মার্টফোনটি 30 আগস্ট থেকে কেনা যাবে।

Nokia 6.1 Plus স্মার্টফোনের স্পেসিফিকেশান

Nokia 6.1 Plus স্মার্টফোনটি এজ টু এজ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+(2280×1080) ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এটি হাই স্ক্রিন টু বডি রেশিও অফার করে। আর এই ডিভাইসের ফ্রন্টে আর ব্যাকে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে আর এটি গ্লসি মিডনাইট ব্লু, গ্লসি ব্ল্যাক আর গ্লসি হোয়াট কালারে পাওয়া যাবে।

Nokia 6.1 Plus স্মার্টফোনটি অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। Nokia 6.1 Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এই ডিভাইসটি সময়ের সঙ্গে সঙ্গে সিকিউরিটি আপডেট পাবে আর ভবিষ্যতে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পাবে। Nokia 6.1 Plus আর 5.1 Plus স্মার্টফোন দুটি গুগল লেন্সের সঙ্গে আসবে।

Nokia 6.1 Plus স্মার্টফোনের ব্যাকে 16 আর 5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে এই ডিভাইসে ফ্রন্টে 16 মেগাপিক্সলাএর ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ক্যামেরা AI সাপোর্ট করে আর এটি কোয়ালিটি বোখে এফেক্ট উন্নত করতে পারে। ডুয়াল সিম Nokia 6.1 Plus ফোনে 3,060mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা USB টাইপ C য়ের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nokia 5.1 Plus ফোনের স্পেস্ফিকেশান

Nokia 5.1 Plus স্মার্টফোনের ডিজাইন Nokia 6.1 Plus য়ের মতন, এই ডিভাইসে নচ ডিসপ্লে, গ্লাস ডিজাইন আর রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5.86 ইঞ্চির HD+ (720×1520) ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের টপে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই স্মার্টফোণের অক্টা-কোর 2.0GHz কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই স্মার্টফোনে হেলিও P60 চিপসেট, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Nokia 5.1 Plus স্মার্টফোনের ব্যাকে 13 আর 5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এছাড়া এই ডিভাইসের ফ্রন্টে 8 মেগাপিক্সালের শুটার আছে যা AI ফেস আনলক ফিচার যুক্ত। এই ফোনে AI অ্যাসিটেন্ট পোট্রেড লাইটনিং ফিচার আছে। এই ফোনে 3060mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ আর এতে স্টক অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo